Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ৯৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে ড্র, শেষ ১৬-য় গেল...

ইউরো কাপ ২০২৪: ৯৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে ড্র, শেষ ১৬-য় গেল ইতালি

প্রকাশিত

ক্রোয়েশিয়া: ১ (লুকা মদ্রিচ) ইতালি: ১ (মাতিয়া জাকাগনি)

খবর অনলাইন ডেস্ক: দুর্ভাগ্য ক্রোয়েশিয়ার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা এনে এবারের ইউরো কাপে শেষ ১৬-য় চলে গেল ইতালি। ম্যাচের ওপর আগাগোড়া আধিপত্য রেখেও আসল কাজটা হল না ক্রোয়েশিয়ার। ম্যাচ ড্র হয়ে গেল ১-১ গোলে।

ইউরো কাপের গ্রুপ ‘বি’ থেকে দ্বিতীয় হয়ে শেষ ১৬-য় গেল ইতালি। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। গ্রুপে শীর্ষ স্থান স্পেনে। তারা আলবানিয়াকে ১-০ গোলে হারিয়ে ৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের ১ নম্বর দল হিসাবে শেষ ১৬-য় গেল। ৩ ম্যাচ থেকে ক্রোয়েশিয়ার সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। সুতরাং গ্রুপের তৃতীয় দল হিসাবে শেষ ১৬-য় যাওয়ার সম্ভাবনা খুবই কম তাদের।     

ইউরোয় লুকা মদ্রিচের রেকর্ড

তবে এই ম্যাচে একটা উল্লেখযোগ্য ঘটনা হল লুকা মদ্রিচের রেকর্ড। ইউরো কাপে সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়ে রেকর্ড করলেন লুকা মদ্রিচ। ৩৮ বছর বয়সি লুকা কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে কয়েক মাসের ছোটো। কিন্তু এই ইউরোতে রোনাল্ডো এখনও গোল করতে পারেননি। তাই আপাতত সবচেয়ে বয়স্ক গোলদাতা হিসাবে রেকর্ড থাকল লুকার। কিন্তু এই ইউরোতে ভেঙে যেতে পারে লুকার এই রেকর্ড। কারণ পর্তুগাল চলে গিয়েছে শেষ ১৬-য়। লুকার এই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

প্রথমার্ধ গোলশূন্য  

ভারতীয় সময় সোমবার মধ্যরাতে ডুসেলডর্ফ আরেনায় আয়োজিত ম্যাচে গোড়া থেকেই বলের দখলদারি ছিল ক্রোয়েশিয়ার। তারা উঠে আসছিল আক্রমণে। ইতালি ব্যস্ত ছিল পাঁচজনকে নিয়ে ডিফেন্সে। ৭ মিনিটের মাথায় প্রথম আক্রমণে উঠে আসে ইতালি। ম্যাচের ২৭ মিনিটের মাথায় ইতালির গোল করার চেষ্টা ব্যর্থ করেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। ইতালি কর্নার পেয়েছিল। কর্নার কিক চলে যায় বক্সের বাইরে থাকা বারেল্লার কাছে। বারেল্লা ক্রস বাড়ান। সেই ক্রসে মাথা ছোঁয়ান বাস্তোনি। সেই হেড দারুণ ভাবে বাঁচিয়ে দেন লিভাকোভিচ।

৩ মিনিট পরেই গোল করার সুযোগ আসে ক্রোয়েশিয়ার কাছে। ইতালির ডিফেন্স চিরে বল পাঠানো হয় বক্সে থাকা লুকার কাছে। লুকা ডান দিক দিয়ে নিচু ক্রস বাড়ান। ইতালির গোলে ঢোকার মুকে বাঁচিয়ে দেন পেলেগ্রিনি। প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে গোল শোধ

দ্বিতীয়ার্ধেও ম্যাচের শুরু থেকে বলের দখলদারি থাকে ক্রোয়েশিয়ার। ৫২ মিনিটে তারা পেনাল্টি পায়। ক্রোয়েশিয়ার ক্রামারিচের শট বাঁচাতে গিয়ে হাতে লাগিয়ে ফেলেন ইতালির ফ্রাত্তেসি। ‘ভার’-এর পরীক্ষায় পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। কিন্তু লুকার শট বাঁচিয়ে দেন ইতালির গোলকিপার দোন্নারুম্মা।

মিনিটখানেক পরেই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন লুকা। দোন্নারুম্মা পেনাল্টি সেভ করার পর ক্রোয়েশিয়ার কাছে বল আসে। বক্সে থাকা আন্তে বুদিমির যে শট নেন তা আবার বাঁচিয়ে দেন দোন্নারুম্মা। কাছেই ছিলেন লুকা। বল তাঁর কাছে আসতেই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গোল করেন তিনি। ক্রোয়েশিয়া এগিয়ে যায় ১-০ গোলে।

তার পর সমানে সমানে খেলা চলতে থাকে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। একেবারে শেষ মুহূর্তে গোল করে ক্রোয়েশিয়ার আশাভঙ্গ করে ইতালি। অতিরিক্ত সময়ের ৮ মিনিটে গোল শোধ করে দেয় তারা। কালাফিওরির কাছ থেকে বল পেয়ে মাতিয়া জাকাগনি যে শট নেন তা ক্রোয়েশিয়ার গোলকিপারকে পরাস্ত করে গোলে ঢুকে যায়। আসল কাজটি শেষ পর্যন্ত করে ফেলে ইতালি।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: স্কটল্যান্ডকে হারিয়ে শেষ ১৬-য় যাওয়ার আশা জিইয়ে রাখল হাঙ্গেরি    

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।