Homeব্র্ত-উৎসবরথযাত্রা উপলক্ষ্যে হাওড়া-নবদ্বীপ রুটে স্পেশাল ট্রেন, বাতিল থাকবে চারটি লোকাল

রথযাত্রা উপলক্ষ্যে হাওড়া-নবদ্বীপ রুটে স্পেশাল ট্রেন, বাতিল থাকবে চারটি লোকাল

প্রকাশিত

হাওড়া: আসন্ন রথযাত্রা উদযাপন উপলক্ষ্যে ভারতীয় রেল হাওড়া-নবদ্বীপ রুটে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রথ এবং উল্টো রথ উপলক্ষ্যে আগামীকাল রবিবার এবং ১৫ জুলাই এই বিশেষ ট্রেন চলবে। যদিও রথযাত্রার দিন হাওড়া ডিভিশনে জরুরি মেরামতির কাজের জন্য চারটি লোকাল ট্রেন বাতিল থাকবে।

নবদ্বীপে রথযাত্রা উপলক্ষ্যে বিশাল মেলা বসে এবং হাজার হাজার ভক্ত প্রভু জগন্নাথের দর্শনে ভিড় জমায়। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে। ৭ এবং ১৫ জুলাই স্পেশাল ট্রেনটি সকাল ৯:৩২-এ হাওড়া থেকে যাত্রা শুরু করবে এবং বেলা ১২টায় নবদ্বীপ ধামে পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ব্যান্ডেল স্টেশনে পৌঁছে তিন মিনিটের জন্য যাত্রী ওঠা-নামার সুবিধা দেবে।

ফিরতি পথে, স্পেশাল ট্রেনটি দুপুর ২:৩০-এ নবদ্বীপ ধাম থেকে রওনা দেবে এবং বিকেল ৫টায় হাওড়া স্টেশনে পৌঁছবে। ফেরার সময়ও ট্রেনটি বিকেল ৩:৫৫-এ ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দুই মিনিটের জন্য দাঁড়াবে।

‘কিছু কাজ বাকি’, দিঘায় এ বছর রথের চাকা গড়াবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

তবে, হাওড়া ডিভিশনে জরুরি মেরামতির কাজ চলায় রথযাত্রার দিন হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান কর্ড, বর্ধমান-হাওড়া এবং হাওড়া-খানা সেকশনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। এই কারণে চারটি লোকাল ট্রেন বাতিল থাকবে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, কাটোয়া থেকে ৩৭৭৪৮, হাওড়া থেকে ৩৬৮২৩, এবং বর্ধমান থেকে ৩৬৮৪৪।

রেল কর্তৃপক্ষের মতে, এই সংস্কার কাজগুলি ট্রেন পরিচালন ব্যবস্থাকে আরও মসৃণ করতে সহায়ক হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে রেল কর্তৃপক্ষ জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। রথযাত্রা উপলক্ষ্যে নেওয়া এই বিশেষ ব্যবস্থাগুলি যাত্রীদের সুবিধা নিশ্চিত করবে ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

হাওড়ায় বিদেশি কুকুর পুষতে লাইসেন্স বাধ্যতামূলক করল পুরসভা

হাওড়া পুরসভা ঘোষণা করেছে, বিদেশি প্রজাতির কুকুর পোষতে হলে এখন থেকে লাইসেন্স বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।