Homeখবরদেশনিট প্রশ্নফাঁসে জড়িত 'প্রভাবশালী ব্যক্তিদের' একটি সংগঠিত চক্র! তদন্তে ক্রমশ জাল গোটাচ্ছে...

নিট প্রশ্নফাঁসে জড়িত ‘প্রভাবশালী ব্যক্তিদের’ একটি সংগঠিত চক্র! তদন্তে ক্রমশ জাল গোটাচ্ছে সিবিআই

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস মামলার তদন্তে ক্রমশ এগোচ্ছে সিবিআই। এখনও পর্যন্ত তদন্তে উঠে আসা তথ্য থেকে ধরে নেওয়া হচ্ছে এর সঙ্গে জড়িত ” প্রভাবশালী ব্যক্তিদের ” একটি সংগঠিত চক্র। যার মধ্যে থাকতে পারেন উচ্চপদস্থ সরকারি আধিকারিকও। অন্যান্য চাকরি-সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের জাল ছড়ানো থাকতে পারে।

সিবিআই সূত্র জানায়, পটনায় হেফাজতে থাকা হাজারীবাগের ওয়েসিস স্কুলের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ- এহসানুল হক ও মহম্মদ ইমতিয়াজ আলম এবং সাংবাদিক জামালউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে তেমনই তথ্য উঠে এসেছে। জেরার মুখে তাঁরা ইঙ্গিত দিয়েছিলেন যে “প্রভাবশালী ব্যক্তিরা” এই চক্রে সমান ভাবে অংশ নিয়ে কাজ করতে পারেন।

সূত্রটি আরও জানায়, হেফাজতে থাকা ব্যক্তিদের মোবাইল কলের বিবরণ পরীক্ষা করে দেখা হচ্ছে। ওই সব কলের বিবরণ থেকেই নেপথ্যে থাকা প্রভাবশালীদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

এহসানুল হকের ঘনিষ্ঠ বলে পরিচিত একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার হাত রয়েছে বলেও জানা গিয়েছে তদন্তে। এই গ্যাংটি গত কয়েক বছর ধরে খুব চতুর ভাবে কাজ চালিয়ে আসছিল। অন্যান্য চাকরির পরীক্ষাকেও হাতের মুঠোয় পুরে নিয়েছিল এই চক্র। সেই সব পরীক্ষা সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, আরও জিজ্ঞাসাবাদের জন্য মামলার সঙ্গে জড়িত হক, আলম, জামালউদ্দিনসহ অন্যদের রিমান্ডে নিয়েছে সিবিআই। এই চক্রের সঙ্গে তাদের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের মতে, তাঁদের মধ্যে অনেকেই যথেষ্ট সম্পত্তির মালিক হয়ে উঠেছেন এবং অভিজাত এলাকায় তিন থেকে চারটি ফ্ল্যাটের মালিকও হয়েছেন।

দু’দিন আগে ধানবাদ থেকে গ্রেফতার হওয়ার পর সিবিআই হেফাজতে থাকা আরেক সন্দেহভাজন আমন সিংকেও সিবিআই অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। তাঁর সঙ্গেই হাজারিবাগ সংযোগের সন্ধান পাওয়া যেতে পারে বলে ধারণা। আটক হওয়া অন্যদের জিজ্ঞাসাবাদ করেও আমন সম্পর্কে তথ্য পেয়েছে সিবিআই। তাঁকে জেরা করে ধানবাদ থেকে আরেকজনকে আটক করার পর এখন আমনের ভাইয়ের সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।

নতুন করে না বললেই নয়, এই প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিট পরীক্ষার বিশ্বাসযোগ্যতায় বড় আঘাত হেনেছে। সিবিআই তদন্তের মাধ্যমে এই ঘটনা কতটা গভীর তা স্পষ্ট হবে। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক এবং শিক্ষার্থীরা এখন এই তদন্তের দিকে নজর রাখছেন।

আরও পড়ুন: একদিনে দুই শিফটে নিট-পিজি, কবে হবে স্থগিত হওয়া পরীক্ষা জানিয়ে দিল NBE

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

আরও পড়ুন

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...