Homeখেলাধুলোক্রিকেটভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর। তিনি রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ এ কথা ঘোষণা করেন। রাহুলের তত্ত্বাবধানে ভারত অতি সম্প্রতি টি২০ বিশ্বকাপ জয়ী হয়। এ ছাড়াও ভারত তাঁর কোচিং-এ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩-এর একদিনের ম্যাচের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল।

গৌতম গম্ভীরের কোনো কোচিং অভিজ্ঞতা নেই। তবে আইপিএল বিভিন্ন টিমে মেন্টর হিসাবে কাজ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) যারা গত আইপিএল-এ চ্যাম্পিয়ন হয়েছিল।

গৌতম গম্ভীরের নিয়োগের কথা ঘোষণা করে জয় শাহ ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আজকের দিনের ক্রিকেট দ্রুত পালটাচ্ছে এবং গৌতম গম্ভীর খুব কাছে থেকে সেই পরিবর্তিত দৃশ্যের সাক্ষী থেকেছেন। নিজের ক্রিকেটজীবনে সেই কঠোর পরীক্ষা তিনি সহ্য করেছেন এবং বিভিন্ন ভূমিকায় উৎকর্ষের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গৌতমই যে আদর্শ মানুষ সে ব্যাপারে আমি স্থিরনিশ্চিত।”

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীর তাঁর প্রথম দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে। এই সিরিজে রয়েছে ৩টে একদিনের ম্যাচ এবং ৩টে টি২০ ম্যাচ। সিরিজ শুরু হচ্ছে আগামী ২৭ জুলাই থেকে।

আরও পড়ুন

ভারত-জিম্বাবোয়ে টি২০: অভিষেক-ঋতুরাজ-রিঙ্কুর ব্যাটিং আর অবেশ-মুকেশ-রবির বোলিং-জাদু, প্রথম হারের বদলা   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...