Homeখবরদেশটালমাটাল স্টক মার্কেট, অব্যাহত চরম ওঠা-নামা

টালমাটাল স্টক মার্কেট, অব্যাহত চরম ওঠা-নামা

প্রকাশিত

গতকাল (বুধবার) ভারতের শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছিল। বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই দেখা যায় চূড়োয় বসে আছে সেনসেক্স – নিফটির মতো সূচকগুলো। তবে কিছুক্ষনের মধ্যেই আবারও পতন।

আজ সকালে উত্থান ফিরতে দেখা গিয়েছিল স্টক মার্কেটে। এনএসই নিফটি শুরুর মিনিটের মধ্যে ২৪ হাজারের গুরুত্বপূর্ণ স্তর অতিক্রম করে এবং বিএসই সেনসেক্স ৮০১৭০ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পায়। এনএসই-এর ক্রমবর্ধমান এবং পতনশীল শেয়ারগুলির মধ্যে, ২৬৬৪টি শেয়ার বেড়েছিল এবং ৩৩৪টি শেয়ার পতন দেখা যায়।

বিশ্লেষকদের মতে, টিসিএসের ত্রৈমাসিক ফলাফলের কারণে আজ বাজারে আইটি সূচকও বেড়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতিও বদলে যায়।

বিএসই-র মার্কেট ক্যাপ বর্তমানে ৪৫১.৭৪ লক্ষ কোটি টাকায় এসেছে, যেখানে গতকাল একটি বড় পতন দেখা ,গিয়েছিল। বিএসইতে মোট ৩২০৬টি শেয়ারের লেনদেন হচ্ছে, যার মধ্যে ২১১৩টি শেয়ার তেজি। ৯৮২টি শেয়ারে একটি পতন দেখা যায় এবং ১১১টি শেয়ারে কোন পরিবর্তন ছাড়াই লেনদেন দেখা যায়। কিন্তু বাজার খোলার সময় এই ছবি থাকলেও পরে তা বদলাতে শুরু করে।

উল্লেখযোগ্য ভাবে, বিএসই – র ১৪০টি শেয়ার ৫২ সপ্তাহের উচ্চ পর্যায়ে এবং ১১টি শেয়ার নিম্ন পর্যায়ে রয়েছে। ১১২টি শেয়ারের উপর আপার সার্কিট এবং ৬৩টি শেয়ার লোয়ার সার্কিট ছুঁয়ে ফেলেছে।

বুধবার দিনশেষে শেয়ার বাজারের দুটি প্রধান সূচকেই লাল রং দেখা গিয়েছিল। বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সে ৪২০ পয়েন্টেরও বেশি পতন দেখা গিয়েছিল। অপরদিকে নিফটির সূচকটিও ১০০ পয়েন্টের বেশি নেমে গিয়েছিল। এ দিন, বৃহস্পতিবার বাজার খোলার সময় ভোলবদলের ইঙ্গিত দিয়েছিল বাজার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের পতন। বিশ্লেষকদের মতে, একে তো এখন বুল মার্কেট, সংশোধন হওয়াটাই স্বাভাবিক। তার উপর সামনে রয়েছে কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট পেশ। ফলে বিনিয়োগকারীদের উদ্দেশে সাবধানে পা ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ‘কোর্টে টেনে নিয়ে যাব’, ব্রোকারেজ ফার্ম জিরোধার সিইও-কে আইনি হুমকি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।