Homeরাজ্যউঃ ২৪ পরগনাদলেরই প্রভাবশালী লোকের জামিনের ব্যবস্থা করে দিতে হুমকি-ফোন সৌগত রায়কে  

দলেরই প্রভাবশালী লোকের জামিনের ব্যবস্থা করে দিতে হুমকি-ফোন সৌগত রায়কে  

প্রকাশিত

কলকাতা: ফোনে খুনের হুমকি পেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলেরই প্রভাবশালী সদস্য ধৃত জয়ন্ত সিংহের জামিন সুনিশ্চিত করতে বলা হয় তাঁকে। অন্যথায় তাঁকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনাটি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল তাঁদের সূত্রে এই খবর জানা গিয়েছে।

সৌগত রায়ও বুধবার সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার ভোর ৩টে নাগাদ আমি একটি হুমকি-ফোন পাই। যে ফোন করেছিল, সে বলে আমি যদি জয়ন্ত সিংহের জামিনের ব্যবস্থা না করি, তা হলে আমাকে খুন করা হবে।”

দমদমের সাংসদ সৌগতবাবু আরও বলেন, “পুলিশ কমিশনারকে আমি সব কিছু জানিয়েছি। যে ফোন করেছিল, তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।”

ব্যারাকপুর পুলিশের এক আধিকারিক বলেন, “ঘটনাটি নিয়ে অনুসন্ধান চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।”

ঘটনাটি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল সেই সব আধিকারিকের সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার আড়িয়াদহ এলাকার তৃণমূলের এক প্রভাবশালী সদস্য জয়ন্ত সিংহকে পুলিশ গত সপ্তাহে গ্রেফতার করে। ৩০ জুন আড়িয়াদহে এক হিংসাত্মক ঘটনার জেরে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় একটি কিশোর ও তার মাকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।     

এই ঘটনা নিয়ে যেসব ভিডিও রয়েছে, তার একটিতে দেখানো হয়েছে, একটা ক্লাবের ভিতরে সিংহ ও তার সহযোগীরা এক ব্যক্তির হাত-পা ধরে রয়েছে আর কিছু লোক লাঠি দিয়ে তাকে পেটাচ্ছে।

আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন ঘটনায় জড়িত থাকার জন্য সিংহকে এর আগে বহু বার গ্রেফতার করা হয়েছে। এবার ভারতীয় ন্যায় সংহিতার ৩৪১, ৩২৩, ৩২৫ এবং ৩৪ ধারামতে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে সব ভিডিও প্রচার করা হচ্ছে, সে সব পুরোনো। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ঘটনাটি ২০২১ সালের। গত ৭২ ঘণ্টা ধরে একটি টিভি চ্যানেলে বারবার দেখানো হচ্ছে। উপ-নির্বাচনের আমাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই এ সব করা হচ্ছে। যারা এই কাণ্ড করেছিল তারা সবাই জেলে। অর্জুন সিং যখন এমপি তখন এই ঘটনা ঘটেছিল।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।