Homeখবরবাংলাদেশকারফিউতেও জারি মৃত্যু, ঢাকায় অন্তত ৭ জন নিহত

কারফিউতেও জারি মৃত্যু, ঢাকায় অন্তত ৭ জন নিহত

প্রকাশিত

কোটা আন্দোলন নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে হাসিনা সরকার। সেই কারফিউ চলাকালীন ঢাকাতে ৭জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক হিংসার পর মধ্যরাতে কারফিউ জারি করা হয়। মোতায়েন করা হয় সেনা। এই কারফিউয়ের মধ্যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

এই আন্দোলনে গত চারদিন ১১০ জনের মৃত্যু হয়েছে বলে বিবিসি বাংলা জানিয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের সূত্র উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, শনিবার সেখানে সাতজনের মৃতদেহ আনা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে আনা হয় যাত্রাবাড়ি এলাকা থেকে। মৃতদের মধ্যে এক জন পুলিশ কর্মীও রয়েছে।

যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে দফায় সংঘর্ষ চলে আন্দোলনকারীদের। এই সংঘর্ষে এক জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় দুঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।
কোটা আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলামকে আটক করে পুলিশ। তাঁকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। শুক্রবার নাহিদ ইসলাম খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার তাঁর এক বন্ধুর বাড়িতে ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে নাহিদের এক বন্ধু বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল এলে নাহিদ স্বেচ্ছায় বাড়ির নিচে নেমে আসে। ওই পুলিশকর্মীদের সঙ্গে সেখানে সাদা পোশাকের গোয়েন্দারাও ছিল বলেও জানান তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে জানার চেষ্টা করা হয় কোথায় তাঁকে রাখা হয়েছে। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি।

কোটা সংস্কার আন্দোলন:  বাংলাদেশে কারফিউ দেশ জুড়ে, সেনা মোতায়েন

ঢাকার প্রগতি সরণিজুড়ে শনিবারও থমথমে পরিস্থিতি ছিল। বেলা গড়ালেও সেখানে স্বাভাবিক লোক চলাচল দেখা যায়নি। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে সাধার মানুষকে দুর্ভোগ পডতে হয়েছে।
নতুনবাজার-বাড্ডা-রামপুরার বিভিন্ন গলিতে মানুষজনের জটলা দেখা গেছে। কিন্তু তাদেরকে মূল রাস্তা দাঁড়াতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। অনেক জায়গায় গলিতে ঢুকে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়তে দেখা গেছে নিরপত্তাকর্মীদের।

বেলা ১২টায় রাজধানীর গুলশান-বাড্ডা লিঙ্ক রোডের বিভিন্ন গলিতে ঢুকে পুলিশকে ফাঁকা গুলি ছুড়েছে। এ সময় সেখানে সেনাবাহিনীকে দেখতে পাওয়া যায়নি। মূল সড়ক ধরে বিচ্ছিন্নভাবে হেঁটে যাওয়া বেশ কয়েকজন পথচারীকে লাঠিচার্জ করে সরিয়ে দিতে দেখা গেছে পুলিশকে।

হাসিনার বিদেশ সফর বাতিল

দেশের বর্তমান পরিস্থিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল করা হয়েছে। শুক্রবার বিদেশমন্ত্রক থেকে এ খবর জানানো হয়েছে। হাসিনার ২১ থেকে ২৩শে জুলাই স্পেনে এবং সেখান থেকে ২৪ থেকে ২৭শে জুলাই ব্রাজিলে সফরে থাকার কথা ছিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

আরও পড়ুন

ঢাকায় জয়শঙ্করের সফর ‘সৌজন্যমূলক’, রাজনৈতিক বার্তা খোঁজা ঠিক নয়: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

খালেদা জিয়ার জানাজায় ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরকে রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় বার্তা হিসেবে না দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশে আরও এক সংখ্যালঘু খুন; সহকর্মীর গুলিতে নিহত বজেন্দ্র বিশ্বাস, গ্রেপ্তার অভিযুক্ত আনসার সদস্য

ময়মনসিংহে পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে নিহত সংখ্যালঘু নাগরিক বজেন্দ্র বিশ্বাস। অভিযুক্ত আনসার সদস্য গ্রেপ্তার। তদন্তে নেমেছে পুলিশ।

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন; নিরাপত্তার কারণে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।