Homeখবরকলকাতাকলকাতার মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

কলকাতার মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

প্রকাশিত

কলকাতার মহাজাতি সদনের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসে হঠাৎ করে আগুন লেগে যায়। বাসটি বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাচ্ছিল, আর ব্যস্ত সময়ে এমন একটি ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী এবং স্থানীয়দের মধ্যে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মিনিবাসটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। হঠাৎ করে ধোঁয়া দেখতে পাওয়া মাত্রই বাসের চালক তড়িঘড়ি বাসটি থামান। মুহূর্তের মধ্যেই বাসের সমস্ত যাত্রীদের দ্রুত বাস থেকে নামিয়ে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হননি।

আগুন লাগার পরপরই চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজে লেগে পড়ে। ব্যস্ত রাস্তায় এই ধরনের একটি ঘটনার ফলে অন্যান্য বাস এবং গাড়ি পথের মধ্যে দাঁড়িয়ে যায়, যার ফলে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।

এই ঘটনা শুধু যাত্রীদেরই নয়, স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নামেন এবং নিরাপদ স্থানে সরে যান। স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরাও এই ঘটনায় হতবাক হয়ে পড়েন এবং দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রাখেন।

কলকাতায় এর আগেও এই ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই হাওড়া সেতুর উপরে একটি চলন্ত গাড়িতে আগুন ধরে যায় এবং ভিআইপি রোডে একটি বিয়েবাড়ির গাড়িতে আগুন লাগে। কয়েক মাস আগে চাঁদনি চক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লেগে আশেপাশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এছাড়া গত এপ্রিলে ট্রাম কোম্পানির একটি চলন্ত বাসেও একইভাবে আগুন লাগে, যার ফলে যাত্রীরা কোনোমতে রক্ষা পান।

চালক এবং অন্যান্য যাত্রীদের কথায় জানা যায় যে, মিনিবাসটি বেশ পুরানো ছিল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার কারণে ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। 

চিকিৎসকদের চেয়েও ভালো ভাবে প্রস্টেট ক্যানসার চিহ্নিত করল এআই প্রযুক্তি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পথুম নিসঙ্কের শতরান, অবিশ্বাস্য লড়াই শ্রীলঙ্কার, সুপার ওভারে জিতল ভারত

ভারত: ২০২-৫ (অভিষেক শর্মা ৬১, তিলক বর্মা ৪৯। সঞ্জু স্যামুসন ৩৯, চরিত অসলঙ্কা ১-১৮) শ্রীলঙ্কা:...

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

আরও পড়ুন

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।