Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতের ঝুলিতে তৃতীয় পদক, শুটিং-এ ব্রোঞ্জ আনলেন স্বপ্নিল কুসালে

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতের ঝুলিতে তৃতীয় পদক, শুটিং-এ ব্রোঞ্জ আনলেন স্বপ্নিল কুসালে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আশা পূরণ হল স্বপ্নিল কুসালের। আন্তর্জাতিক মঞ্চে পদক জয়ের আশা। এর আগে দু’বার ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। ২০২২-এ শুটিং-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপস এবং এশিয়ান গেমস থেকে। আর খালি হাতে ফিরতে হল না। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে স্বপ্নিল কুসালে ব্রোঞ্জ পদক জিতলেন। স্বপ্নিল পদক জেতায় অর্জুন বাবুতার অল্পের জন্য পদক না জেতার দুঃখ কিছুটা ঘুচল ভারতের।

এই নিয়ে এবারের অলিম্পিক্স থেকে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত ৩টি পদক এল। ৩টিই ব্রোঞ্জ এবং ৩টিই এল শুটিং থেকে। প্রথম পদকটি আনেন মনু ভাকের, দ্বিতীয়টি মনু ভাকের এবং সরবজোত সিংয়ের জুটি। তিন নম্বর পদক আনলেন স্বপ্নিল কুসালে।

কীভাবে এল ব্রোঞ্জ

ভারতীয় সময় দুপুর ১টার একটু আগে শুরু হয় প্রতিযোগিতা। প্রথম সিরিজে ৫০.৮ পেয়ে ইউক্রেনের কুলিশের সঙ্গে ষষ্ঠ স্থানে থাকেন স্বপ্নিল।

দ্বিতীয় সিরিজে স্বপ্নিলের স্কোর ৫০.৯। মোট দাঁড়ায় ১০১.৭। অবস্থান অপরিবর্তিতই থাকে।

তৃতীয় সিরিজে স্বপ্নিলের স্কোর ৫১.৬। প্রথম পর্যায়ের পর অবস্থান একই থাকল স্বপ্নিলের। মোট স্কোর ১৫৩.৩।

শুরু হল প্রোন। প্রোনের প্রথম সিরিজে স্বপ্নিলের স্কোর ৫২.৭। মোট স্কোর ২০৬।

প্রোনের দ্বিতীয় সিরিজে ৫২.২ পয়েন্ট স্কোর করে স্বপ্নিলের মোট স্কোর দাঁড়াল ২৫৮.২। এক ধাপ উঠে স্বপ্নিল এলেন পঞ্চম স্থানে।

প্রোনের দ্বিতীয় সিরিজে স্বপ্নিল পেলেন ৫১.৯। মোট হল ৩১০.১। রইলেন সেই পঞ্চম স্থানে। ইতিমধ্যে নরওয়ের হেরমান (৩১২.১) রয়েছেন শীর্ষে। চিনের লিউ (৩১১.৫) দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে ইউক্রেনের কুলিশ (৩১১.১) এবং চতুর্থ স্থানে চেক রিপাবলিকের জিরি (৩১১)।

স্ট্যান্ডিং পজিশনের সিরিজ ১-এ ৫১.১ এবং সিরিজ ২-এ ৫০.৪ পেয়ে স্বপ্নিলের মোট স্কোর দাঁড়াল ৪১১.৬। উঠে এলেন তৃতীয় স্থানে।

শুরু হল এলিমিনেশন রাউন্ড। স্বপ্নিলের স্কোর ১০.৪। বেরিয়ে গেলেন ফ্রান্সের ক্রিজ।

এবার স্বপ্নিলের স্কোর ৯.৪। তৃতীয় স্থানেই থাকলেন। বেরিয়ে গেলেন নরওয়ের হেরমান।

এবার স্বপ্নিলের স্কোর ৯.৯। তৃতীয় স্থানেই থাকলেন। বেরিয়ে গেলেন চেক রিপাবলিকের জিরি।

এর পর ১০ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন। তাঁর মোট স্কোর ৪৫১.৪। প্রথম হলেন চিনের লিউ ৪৬৩.৬ স্কোর করে। দ্বিতীয় হলেন ইউক্রেনের কুলিশ। তাঁর মোট স্কোর ৪৬১.৩।  

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টন, তিরন্দাজিতে ‘রাউন্ড অফ ১৬’-য় প্রণয়-লক্ষ্য-সিন্ধু এবং দীপিকা, বক্সিং-এ লাভলিনা ও নিশান্ত কোয়ার্টার ফাইনালে 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।