Homeশিক্ষা ও কেরিয়ারনয়া পেনশন নীতিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, ‘ইউনিফাইড পেনশন স্কিম’-এ কী সুবিধা মিলবে?

নয়া পেনশন নীতিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, ‘ইউনিফাইড পেনশন স্কিম’-এ কী সুবিধা মিলবে?

প্রকাশিত

মোদী সরকার নতুন পেনশন নীতি ‘ইউনিফাইড পেনশন স্কিম’ (UPS) চালু করার ঘোষণা করল। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদমাধ্যমের সামনে এই ঘোষণা করেন। নতুন পেনশন নীতির আওতায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। নতুন এই স্কিম ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

নতুন পেনশন নীতি সম্পর্কে বিশদে জানাতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘ইউনিফাইড পেনশন স্কিম’ পুরানো পেনশন নীতির থেকে একেবারে ভিন্ন। এখানে পেনশনের অঙ্ক নির্ভর করবে কর্মীর চাকরির মেয়াদের উপর। উদাহরণস্বরূপ, যদি কোনও কর্মী ২৫ বছর পর্যন্ত চাকরি করেন, তবে অবসরের আগের ১২ মাসের বেসিক-পে-এর ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। এছাড়াও, কোনও পেনভোগীর মৃত্যু হলে, তাঁর পরিবার মৃত্যুকালীন পেনশনের ৬০ শতাংশ পর্যন্ত পাবে।

পাশাপাশি, ১০ বছর চাকরি করার পর যদি কেউ চাকরি ছেড়ে দেন, তবে তিনি মাসিক ১০ হাজার টাকা পেনশন হিসেবে পাবেন। এই নতুন পেনশন নীতির মাধ্যমে কর্মচারীরা চাইলে ন্যাশনাল পেনশন স্কিম (NPS) অথবা ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে পারবেন। ইউনিফাইড পেনশন স্কিমের ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেনশন অঙ্কও বাড়বে। যারা বর্তমানে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় রয়েছেন, তাঁরাও চাইলে নতুন পেনশন স্কিমে স্থানান্তরিত হতে পারবেন।

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নিচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

উল্লেখ্য, পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ বহুদিন ধরে সরব ছিলেন। এই দাবির প্রেক্ষিতে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ‘জয়েন্ট কনসালটিভ মেকানিজম’-এর প্রতিনিধিরা। তবে বিশেষজ্ঞদের মতে, পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনলে সরকারের উপর আর্থিক বোঝা অনেক বেড়ে যেত। এই পরিস্থিতিতে সরকার নতুন ‘ইউনিফাইড পেনশন স্কিম’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এই স্কিমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেনশন তহবিলে অবদান রাখা হবে ১৮.৫ শতাংশ, যা বর্তমানে বিদ্যমান NPS-এর তুলনায় সামান্য বেশি। NPS-এ কর্মচারীদের অবদান ১০ শতাংশ এবং সরকারের অবদান ১৮ শতাংশ। এই নতুন স্কিমের মাধ্যমে সরকার আশা করছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

ভ্যাপসা গরমে অস্বস্তি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে?

ভ্যাপসা গরমে জেরবার শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই।

ভারতীয় বিজ্ঞাপনজগতের প্রাণপুরুষ পীযূষ পাণ্ডে প্রয়াত

খবর অনলাইন ডেস্ক: ভারতের বিজ্ঞাপনজগতের কিংবদন্তি স্রষ্টা, সৃজনশীলতার প্রতীক পীযূষ পাণ্ডে আর নেই। বৃহস্পতিবার...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: কী ভাবে শেষ চারে জায়গা করে নিলেন হরমনপ্রীতেরা

খবর অনলাইন ডেস্ক: নবি মুম্বইয়ের ড. ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে দুর্দান্ত জয় তুলে নিয়ে...

আরও পড়ুন

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।