Homeপরিবেশকুমায়ুনের ওম পর্বতের শীর্ষ থেকে বরফ উধাও, এই বিরল দৃশ্যে শঙ্কিত বিশেষজ্ঞরা

কুমায়ুনের ওম পর্বতের শীর্ষ থেকে বরফ উধাও, এই বিরল দৃশ্যে শঙ্কিত বিশেষজ্ঞরা

প্রকাশিত

পিথোরাগড় (উত্তরাখণ্ড): পর্যটকরা বিস্মিত। ওম পর্বতের মাথা থেকে বরফ সম্পূর্ণ উধাও। গত সপ্তাহে এই ঘটনা ঘটেছে। পর্যটকরা ভেবে আকুল। এরকম তো কখনও হয় না। ওম পর্বতের শীর্ষ বরফহীন, এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল।

বিশেষজ্ঞরা বলছেন, হিমালয়ের উপরের দিকে অঞ্চলে গত পাঁচ বছরে বরফপাত কম হচ্ছে। তার সঙ্গে বৃষ্টিপাতও বেশ কম হচ্ছে। ফলে বেড়েছে বিশ্ব উষ্ণায়ণ। আর তার সঙ্গে গাড়ির দূষণ তো রয়েছেই। তারই ফলে এই কাণ্ড ঘটছে। বিশেষজ্ঞরা এই ব্যাপারটি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।  

পর্যটনের সঙ্গে জড়িত এক আধিকারিক বলেন, পর্বতশীর্ষ যদি দীর্ঘদিন ধরে বরফহীন থাকে, তাহলে এ অঞ্চলের পর্যটনের উপর তার প্রভাব পড়তে পারে।

ব্যাস উপত্যকার একটি জনপ্রিয় পর্যটনস্থল ১৪ হাজার ফুট উচ্চতার ওম পর্বত। পর্বতশীর্ষের বরফ এমন আকার ধারণ করে যেন মনে হয় ‘ওঁ’ লেখা আছে। তাই এই পর্বতের নাম ওম পর্বত।

এক পর্যটক বলেন, “১৬ আগস্ট ওখানে গিয়েছিলাম। যে পর্বতশীর্ষ সবসময়ে বরফে ঢাকা থাকে সেই ওম পর্বতকে বরফহীন দেখে মনটা খুব খারাপ হয়ে গেল।”

গুঞ্জি গ্রামের বাসিন্দা ঊর্মিলা সানোয়াল বরফহীন ওম পর্বতের ছবি তুলেছেন। তিনি বলেন, ‘ওঁ’ আকারের পর্বতের মাথায় বরফ না থাকলে তাকে চেনাই যায় না।”

ধরচুলায় আদি কৈলাস যাত্রার বেস ক্যাম্পের দায়িত্বে যিনি রয়েছেন সেই ধন সিং বিশ্‌ত বলেন, “কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমে (কেএমভিএন) ২২ বছর ধরে চাকরি করছি। এই প্রথম বরফহীন ওম পর্বত দেখলাম।”

তবে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মনে আশা জাগিয়ে গত সোমবার আবার বরফ দেখা গিয়েছে ওম পর্বতে। পিথোরাগড়ের জেলা প্রশাসন ও কেএমভিএন-এর কর্মীরা, যাঁরা বরফহীন ওম পর্বতের ভাইরাল ছবি দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন, তাঁরা পর্বতশীর্ষে তুষার দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছেন।  

আলমোড়ার জিবি পন্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্ট-এর অধিকর্তা সুনীল নৌটিয়াল বলেন, হিমালয়ের পরিবেশ সংবেদনশীল অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্যই বরফ উধাও হয়ে গিয়েছে। বিশ্ব উষ্ণায়ণের পাশাপাশি এই বরফহীনতার একটা বড়ো কারণ এই অঞ্চলে জ্বালানি-চালিত গাড়ির চলাচল অত্যধিকভাবে বেড়ে যাওয়া।

গত অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোলিংকং-এ ঘুরে যাওয়ার পর থেকে এই অঞ্চলে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে। ব্যাস উপত্যকার গারবিয়াং গ্রামের বাসিন্দা কৃশ গারবিয়াল বলেন, “প্রধানমন্ত্রীর সফরের পর জোলিংকং থেকে আদি কৈলাসের দর্শন পাওয়ার জন্য আগত পর্যটকের সংখ্যা ১০ গুণ বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, হিমালয়ের এই সংবেদনশীল অঞ্চলে জ্বালানি-চালিত গাড়ি চলাচলে রাশ টানা উচিত।  

আরও পড়ুন   

বন্‌ধে সমর্থন নেই, শান্তিপূর্ণ পথেই আন্দোলন জারি রাখতে চায় আরজি কর     

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পৃথিবী হারাল প্রকৃতির প্রহরী, প্রয়াত পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক জেন গুডলকে

প্রয়াত জেন গুডল। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক। প্রকৃতি সংরক্ষণে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।