Homeখবরকলকাতাপুলিশ কিছুটা নমনীয়, লালবাজারের দিকে ১০০ মিটার এগোবে মিছিল, কোনো ব্যারিকেড নয়,...

পুলিশ কিছুটা নমনীয়, লালবাজারের দিকে ১০০ মিটার এগোবে মিছিল, কোনো ব্যারিকেড নয়, থাকবে মানববন্ধন   

প্রকাশিত

কলকাতা: বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থানরত চিকিৎসকদের তিনটি দাবি ছিল – এক, চিকিৎসকদের মিছিলকে লালবাজারের দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত এগোতে দিতে হবে; দুই, পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে এসে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন। তাঁকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তিনি সেটি গ্রহণ করবেন; এবং তিন, এর কোনোটিই না হলে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে।

আপাতত কিছুটা পিছু হটল পুলিশ। আন্দোলনরত চিকিৎসকদের কিছুটা এগোতে দেওয়া হচ্ছে। তবে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের মোড় পর্যন্ত নয়, মিছিল আটকাতে এখন যেখানে ব্যারিকেড রয়েছে, সেখান থেকে আরও ১০০ মিটার এগোতে পারবেন আন্দোলনরত চিকিৎসকরা।

পুলিশের নমনীয়তায় আন্দোলনকারীদের মনোবল আরও বেড়েছে। তাঁরা সমস্বরে গান ধরেন – ‘আমরা করব জয়’। ফিয়ার্স লেনের সামনে থেকে ব্যারিকেড সরানো হয়ে গিয়েছে। আন্দোলনরত চিকিৎসকরা বলেছিলেন, তাঁরা ১০০ মিটার এগোবেন, কিন্তু তার পর কোনো ব্যারিকেড রাখা চলবে না। মিছিলের সামনে থাকবে মানববন্ধন। সেইমতো মানববন্ধন তৈরি হয়েছে।   

ফিয়ার্স লেনের সামনে চিকিৎসকদের অবস্থান। ছবি:ডা. অনির্বাণ সিনহা।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সুদীর্ঘ মিছিল সোমবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে লালবাজারের দিকে রওনা হয়। লালবাজার থেকে আধ কিলোমিটার দূরে মিছিল আটকে দেওয়া হয়। সেখানেই বসে পড়েন মিছিলকারীরা। সোমবার সারা রাত জেগে কাটান তাঁরা। ভোরের দিকে অনেককেই রাস্তার উপরেই শুয়ে একটু বিশ্রাম করে নিতে দেখা যায়। মঙ্গলবার বেলা গড়াতেই আন্দোলনকারীদের ভিড় বাড়তে থাকে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও বাড়তে থাকে। তারই মধ্যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে অনেকে ছাতা খুলে বসে থাকেন। এরই মধ্যে হয়ে যায় ত্রিপল টাঙানোরও ব্যবস্থা। স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগেও অবস্থানরত চিকিৎসকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। আশেপাশে টয়লেটের কী ব্যবস্থা আছে সে সম্পর্কেও খোঁজখবর চলে।       

সোমবার থেকে দফায় দফায় অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে কথা হয় পুলিশেরকর্তাদের। সোমবার রাতে, মঙ্গলবার সকালে, দুপুরে। আন্দোলনকারীদের দাবি, কোনো ব্যারিকেড রাখা যাবে না। তাঁরা মানববন্ধন করে ভিড় সামলাবেন। শেষ পর্যন্ত তা-ই হল।

আরও পড়ুন  

‘শেষের শুরু’! সন্দীপ ঘোষকে গ্রেফতারের পর মন্তব্য রাজ্যপালের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।