Homeখবররাজ্যনবান্ন অভিযানে গ্রেফতার, সাসপেন্ড করা হল পশ্চিম বর্ধমানের বিডিও অফিস কর্মীকে

নবান্ন অভিযানে গ্রেফতার, সাসপেন্ড করা হল পশ্চিম বর্ধমানের বিডিও অফিস কর্মীকে

প্রকাশিত

সাসপেন্ড করা হল পশ্চিম বর্ধমানের কাঁকসার বিডিও অফিসের কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আয়োজিত নবান্ন অভিযানের পাশাপাশি একটি পৃথক নবান্ন অভিযানের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ ও অন্যান্য চাকরিপ্রার্থীদের মঞ্চ। সেই অভিযানে শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। তার পরই তিনি সাসপেন্ডের চিঠি পেয়েছন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুনমবালমের তরফে এই সংক্রান্ত চিঠি তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ অগস্ট থেকেই এই সাসপেনশন কার্যকর হবে।

শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে ২৭ অগস্ট হাওড়া থানার পুলিশ নবান্ন অভিযানের সময় গ্রেফতার করেছিল। এরপর জামিনে মুক্তি পেলেও ৩ সেপ্টেম্বর কাজে যোগ দেন তিনি। তবে সাসপেনশনের চিঠিতে নবান্ন অভিযানের উল্লেখ না থাকলেও হাওড়া থানায় একটি মামলায় তাঁর গ্রেফতারের কারণে সাসপেন্ড করা হয়েছে বলে জানানো হয়েছে।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

শুভঙ্করের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগও রয়েছে। সাসপেনশনের আদেশের পর শুভঙ্কর জানান, “এই সাসপেনশন বেআইনি এবং এটা আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা। আমরা সত্যের পথে আছি এবং আইনি পথে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করব।”

অন্যদিকে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুনমবালম জানিয়েছেন, “শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় পুলিশের হেফাজতে ছিলেন এবং নিয়ম অনুযায়ী তাঁকে সাসপেন্ড করা হয়েছে।”

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।