Homeনাটকদমদমের ‘থিয়েএপেক্স’-এ ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নাট্য উৎসব ‘ডেলিনিয়েটর দেবাশিস’  

দমদমের ‘থিয়েএপেক্স’-এ ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নাট্য উৎসব ‘ডেলিনিয়েটর দেবাশিস’  

প্রকাশিত

অজন্তা চৌধুরী

অভিনেতা, নাট্যকার, নির্দেশক দেবাশিস দত্তের থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়া সেই ছাত্রজীবনেই। নব্বইয়ের দশক থেকে সিরিয়াস থিয়েটারচর্চা এবং ১৯৯৮-এ প্রতিষ্ঠা নিজের নাট্যদল ‘ইফটা’র (ইনস্টিটিউট অফ ফ্যাকচুয়াল থিয়েটার আর্টস)। বিগত তিন দশকে নিজের দল (ইফটা) ছাড়াও নির্দেশনা দিয়েছেন দশটিরও বেশি নাট্যদলে, নির্দেশনা দিয়েছেন রাজ্যের বাইরেও।

শুধু নাট্যচর্চাই নয়, ডিজাইনার হিসেবেও দেবাশিসবাবু কাজ করেছেন সতীশ আনন্দ, ভাস্কর মহাপাত্র, নীরজ কুন্দের মতো বর্হিরাজ্যের খ্যাতনামা পরিচালকদের সঙ্গে। নিজের দল ‘ইফটা’-র নাটক নিয়ে গিয়েছেন দেশ-বিদেশের বহু উৎসবে। উল্লেখযোগ্য প্রযোজনা, ‘ফোর্থ বেল’, ‘দ্য ওয়াটারফল’, ‘কমরেড তবু মনে রেখো’, ‘ভাঙা সম্পর্কের জাদুঘর’ ইত্যাদি। প্রশিক্ষক হিসেবে দেবাশিস দত্ত কাজ করছেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র-সহ সরকারি, বেসরকারি বহু প্রতিষ্ঠানে। অভিনেতা হিসেবে নিয়মিত কাজ করে চলেছেন বহু দলে।

নিজেদের নাট্যদলের নিয়মিত অভিনয়ের জন্য একটা স্থায়ী মঞ্চের তাগিদ থেকে দেবাশিসবাবু তৈরি করেছেন ‘থিয়েএপেক্স’। ২০২০ সালের ৫ অক্টোবর যার পথ চলা শুরু হয়। দমদম নাগেরবাজারে ডায়মন্ড প্লাজার কাছে এই পারফরমেন্স স্পেস ‘থিয়েএপেক্স’। এখানে রয়েছে অডিটোরিয়াম, একটি ব্ল্যাকবক্স, আর্টিস্টদের জন্য গেস্টরুম-সহ একটি কমপ্লিট এক্সপেরিমেন্টাল পারফরম্যান্স স্পেস। তবে এখন আর এই মঞ্চটি শুধুমাত্র ‘ইফটা’র নয়, বাংলা এবং বাংলার বাইরের বহু নাট্যদল এই মঞ্চে এখন নিয়মিত অভিনয় করে। নাট্যাভিনয়, নাচ বা গানের অনুষ্ঠান ছাড়াও এখানে স্ট্যান্ডআপ কমেডি থেকে শুরু করে ফিল্ম স্ক্রিনিং-সহ সব অনুষ্ঠানই নিয়মিত হয়ে থাকে।

এই ‘থিয়েএপেক্স’ অডিটোরিয়ামে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘ডেলিনিয়েটর দেবাশিস’ (Delineator Debasish) শিরোনামে একটি নাট্য উৎসব। ৬ সেপ্টেম্বর ‘থিয়েএপেক্স’ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানা গেল। উপস্থিত ছিলেন ‘মাল্যবান’ নাটকের নির্দেশক সুদীপ্ত ভুঁইয়া, ‘কালিম্পং ইন’ নাটকের নির্দেশক কলিকা মজুমদার, ‘ইফটা’র ‘অসুখ’ নাটকের নির্দেশক প্রসেনজিৎ ভট্টাচার্য এবং এই তিন নাটকের মূল অভিনেতা দেবাশিস দত্ত। সাত দিনব্যাপী এই নাট্যোৎসবে দেবাশিস দত্ত অভিনীত এবং নির্দেশিত সাতটি দলের  সাতটি নাটক অভিনীত হবে। শুধুমাত্র কলকাতা নয়, জেলার দলের উপস্থিতিও থাকবে এই উৎসবে। উৎসবের উদ্বোধক বিশিষ্ট নাট্যজন বিভাস চক্রবর্তী।

২৩ সেপ্টেম্বর সোমবার ‘মহামায়াতলা ব্যাকস্টেজ’-এর নতুন প্রযোজনা ‘কর্পোরেট কিসসা’ নাটকটি দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর একে একে প্রতিদিন অভিনীত হবে ‘মালদা শিল্পী সংসদ’-এর ‘কাঞ্চনরঙ্গ’, ‘দমদম চক্রবাক’-এর ‘কাজুবাদাম’, ‘ধানসিঁড়ি’র ‘কালিম্পং ইন’, ‘বিষাণ একটি নাট্য সংস্থা’র ‘রাজরক্ত’ এবং ‘ক্যানডিড থিয়েটার’-এর ‘মাল্যবান’। শেষদিন অভিনীত হবে ‘ইফটা’-র নতুন নাটক ‘প্রলাপ’। এই উৎসবে নাট্যাভিনয়ের সঙ্গে থাকবে আলোচনাচক্র। এতে যোগ দেবেন মনীশ মিত্র, অরূপ রায়, সলিল সরকার, রঞ্জন গঙ্গোপাধ্যায়, ভর্গোনাথ ভট্টাচার্য-সহ আরও কয়েকজন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

‘বালার্ক’র উপভোগ্য উপস্থাপনা ‘বল্লভপুরের উপকথা’

নিজস্ব প্রতিনিধি: গত ৬ সেপ্টেম্বর প্যারীমোহন লাইব্রেরির মঞ্চে হয়ে গেল 'বালার্ক' নিমতা প্রযোজিত নাটক...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

ক্যানডিড থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হল জীবনানন্দের ‘মাল্যবান’  

অজন্তা চৌধুরী জীবনানন্দ দাশের উপন্যাস অবলম্বনে ও ক্যানডিড থিয়েটারের প্রযোজনায় সম্প্রতি থিয়ে অ্যাপেক্স-এ মঞ্চস্থ হল...