Homeখেলাধুলোফুটবলএএফসি চ্যাম্পিয়নস লিগ ২: আজ তাজিকিস্তানের এফসি রবশানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২: আজ তাজিকিস্তানের এফসি রবশানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান

প্রকাশিত

কলকাতা: আইএসএল-এর মাঝেই কলকাতায় বসতে চলেছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর আসর। বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ এ-র ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং তাজিকিস্তানের ফুটবল ক্লাব এফসি রবশান।

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ওই খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গানে দুই দলের প্রধান কোচ তাঁদের খেলোয়াড়দের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

ডুরান্ড কাপের ফাইনালের পরে আইএসএল-এর প্রথম ম্যাচ। দুটো খেলাতেই মোহনবাগান প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ২টি গোল হজম করে ডুরান্ডের ম্যাচটা নর্থইস্ট ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হারল এবং আইএসএল-এর ম্যাচটা মুম্বইয়ের সঙ্গে ড্র করল মোহনবাগান। তবু রক্ষণ নিয়ে চিন্তিত নন মোহনবাগানের কোচ হোসে মোলিনা। 

সাংবাদিক বৈঠকে মোহনবাগানের ডিফেন্ডার টম অলড্রেডের সঙ্গে মোলিনা (বাঁদিকে) এবং রবশানের খেলোয়াড় মহম্মদজান রহিমভের সঙ্গে কোচ মাসুদ। ছবি: সঞ্জয় হাজরা

বুধবার সাংবাদিকদের কাছে মোলিনা বলেন, “স্বীকার করছি আগের ম্যাচগুলোয় আমাদের ভুল হয়েছে। সেটা ঠিক করতে হবে। পুরো ম্যাচে আমাদের রক্ষণ খুব খারাপ খেলেনি।”

ওই ভুল এড়াতে তাজিক দল রবশানের বিরুদ্ধে তিনি কী কৌশল নিতে চলেছেন জানতে চাওয়া হলে মোলিনা বলেন, তাঁর দল আক্রমণাত্মক খেলার পাশাপাশি গোল কম খাওয়ার চেষ্টা করবে। রবশানের বিরুদ্ধে ম্যাচে তিনের জায়গায় চার ডিফেন্ডারে খেলতে পারেন। মোলিনা এবং মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার টম অলড্রেড বলেন, “আগামীকাল আমরা আমাদের সর্বশক্তি দিয়ে খেলতে নামব। ম্যাচে হার-জিত আছেই কিন্তু আমরা জেতার জন্যই মাঠে নামব।”

অনুশীলন চলছে। বুধবার। ছবি: সঞ্জয় হাজরা  

চ্যাম্পিয়ন্স লিগে কতজন বিদেশি খেলানো যাবে সে ব্যাপারে কোনো সীমা নেই। একটি ক্লাব যতজন খুশি বিদেশি খেলাতে পারে। মোহনবাগানে যেখানে রয়েছেন চারজন বিদেশি খেলোয়াড় সেখানে রবশানে রয়েছেন সাত বিদেশি খেলোয়াড়।  

অবশ্য রবশানের হেড কোচ মামি নজরজাহেদ মাসুদ বললেন, তাজিকিস্তানের লিগেও চারজনের বেশি বিদেশি খেলানোর নিয়ম নেই। তাই বুঝেশুনে তিনিই বিদেশিদের খেলাবেন। তিনি ও দলের খেলোয়াড় মহম্মদজান রহিমভ বলেন, “আমরা মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্য সমস্ত দিক থেকে প্রস্তুত।” ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে দুই দল।

আরও পড়ুন

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।