Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪: কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে মোহনবাগান

আইএসএল ২০২৪: কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে মোহনবাগান

প্রকাশিত

ইস্টবেঙ্গল ০ মোহনবাগান ২ (ম্যাকলারেন, পেত্রাতোস)

কলকাতা ডার্বি আবারও মোহনবাগানের জয়োল্লাসে শেষ হলো। শনিবার ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ-মেরুন। জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসের গোলগুলোতে ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা তাদের জয়রথ এগিয়ে নিয়ে গেল। আর আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম জয় অধরাই থাকল লাল-হলুদের। নয়বারের সাক্ষাতে আটবার হেরে এবারও ইস্টবেঙ্গল জয় অধরাই রইল, ড্র হয়েছে একবার।

এই জয়ে আইএসএলের পয়েন্ট তালিকায় মোহনবাগান পাঁচ ম্যাচ থেকে দশ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে পৌঁছেছে। অন্যদিকে, পাঁচ ম্যাচের পাঁচটিতেই পরাজিত হয়ে ইস্টবেঙ্গল শূন্য পয়েন্ট নিয়ে শেষ স্থানে রয়েছে।

ম্যাচের শুরু থেকেই মোহনবাগান দাপট দেখাতে শুরু করে। প্রথমার্ধে লিস্টন কোলাসোর বাঁ দিক থেকে তোলা ক্রসে মনবীর সিং জোরালো হেডে বল জালে পাঠালেও লাইন্সম্যান অফসাইডের সংকেত দেন। মনবীর বিশ্বাসই করতে পারেননি। রিপ্লে-তে দেখা যায়, শুধুমাত্র মনবীর নয়, টম অলড্রেডও অফসাইডে ছিলেন। তবে মনবীরের কাঁধ সামান্য বেরিয়ে ছিল বলে গোলটি বাতিল হয়।

ছবি সঞ্জয় হাজরা

ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোল আসে জেমি ম্যাকলারেনের পা থেকে। ডান দিক থেকে মনবীরের পাস ধরে আনোয়ার এবং হেক্টর ইয়ুস্তের মাঝখান দিয়ে ঢুকে প্রথম টাচেই বল জালে পাঠান ম্যাকলারেন। তার শটের জোর এবং লক্ষ্যভেদ ছিল নিখুঁত।

দ্বিতীয়ার্ধে চোটের কারণে প্রথম থেকে মাঠে না নামা দিমিত্রি পেত্রাতোস শেষ পর্যন্ত ডার্বির মঞ্চে গোল করার অভ্যাস বজায় রাখলেন। ম্যাচের শেষ দিকে মোহনবাগান একটি পেনাল্টি পায়। প্রভসুখন গিল পেত্রাতোসকে বক্সের মধ্যে ফাউল করেন, যা থেকে সহজেই গোল করেন পেত্রাতোস। এটাই ম্যাচের শেষ গোল।

ম্যাচের শেষে মোহনবাগানের কোচ হোসে মোলিনা বলেন, “দল দারুণ পারফরম্যান্স করেছে। প্রত্যেক খেলোয়াড় নিজের সেরাটা দিয়েছে। ডার্বি সব সময়ই কঠিন হয়, কিন্তু ছেলেরা মানসিকভাবে দৃঢ় ছিল।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের সূচনা, আসছেন মা দুর্গা  

কলকাতা: আশ্বিনের শারদপ্রাতে ঘুম ভেঙে গিয়েছিল আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে – যা দেবী সর্বভুতেষু…।...

অষ্টমী বাদে খোলা সরকারি হাসপাতালের আউটডোর, পুজোয় বিশেষ পরিষেবা দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি

অষ্টমী বাদে পুজোর দিনগুলিতে খোলা থাকছে সরকারি হাসপাতালের আউটডোর। পাশাপাশি অ্যাপোলো, মনিপাল, নারায়ণা, রুবি ও বি পি পোদ্দারসহ বেসরকারি হাসপাতালগুলি দিচ্ছে জরুরি পরিষেবা।

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।