Homeখবরদেশমাদ্রাসার তহবিল বন্ধে এনসিপিসিআর-এর সুপারিশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

মাদ্রাসার তহবিল বন্ধে এনসিপিসিআর-এর সুপারিশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

সোমবার (২১ অক্টোবর) জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর)-এর সেই সুপারিশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ওই বিতর্কিত সুপারিশের মাদ্রাসার তহবিল বন্ধের এবং মাদ্রাসার ছাত্রদের সাধারণ স্কুলে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল। এনসিপিসিআর-এর সুপারিশের ভিত্তিতে বলা হয়েছিল, মাদ্রাসাগুলিকে শিক্ষার অধিকার আইন (RTE) অনুসারে আনতে এবং সকল শিশুর জন্য সমান শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে এই পদক্ষেপ গ্রহণ করা উচিত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পার্দিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ জমিয়ত উলেমা-ই-হিন্দ-এর পক্ষে একটি আবেদনে এই স্থগিতাদেশ দেয়। জমিয়ত উলেমা-ই-হিন্দ উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা সরকারের অস্বীকৃত মাদ্রাসাগুলির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছিল।

এনসিপিসিআর এর আগে রাজ্য সরকারগুলিকে মাদ্রাসা বোর্ডগুলির তহবিল বন্ধ করতে, মাদ্রাসাগুলি বন্ধ করে ছাত্রদের সাধারণ স্কুলে পাঠানোর পরামর্শ দিয়েছিল। তবে, জমিয়ত উলেমা-ই-হিন্দ আদালতের কাছে দাবি জানায় যে এই সুপারিশগুলি সংখ্যালঘুদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার অধিকারের পরিপন্থী এবং কোনও আইনগত ভিত্তি ছাড়াই কার্যকর করা হচ্ছিল।

আদালত এখন নির্দেশ দিয়েছে যে, এনসিপিসিআর-এর ৭ জুন এবং ২৫ জুনের যে কোনও চিঠি বা নির্দেশিকা কার্যকর হবে না যতক্ষণ না পরবর্তী আদেশ জারি হয়।

এনসিপিসিআর-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুঙ্গো বলেন, “আমরা কখনোই মাদ্রাসাগুলি বন্ধ করার পক্ষে ছিলাম না।” তিনি আরও বলেন, “অনেক দরিদ্র মুসলিম শিশুকে ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসায় যেতে বাধ্য করা হয়, যার ফলে তারা সাধারণ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।”

জমিয়ত উলেমা-ই-হিন্দের পক্ষে আইনজীবী ইন্দিরা জয়সিং দাবি করেন যে, এনসিপিসিআর-এর এই নির্দেশ সংবিধানবিরোধী এবং কোনও বৈধ ভিত্তি নেই। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কেন্দ্র ও রাজ্য সরকার এখনই এনসিপিসিআর-এর সুপারিশগুলি কার্যকর করতে পারবে না।

আরও পড়ুন: মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্য বন্ধ করার আহ্বান জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের, কী এমন ঘটল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।