ইউপিআই, এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি।
ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পড়শি দেশ চিন। বিশেষ অনলাইন পেমেন্ট পদ্ধতি নিয়ে হাজির শি জিংপিংয়ের দেশ। ভারতের ইউপিআইয়ের মতো ক্লিক করতে হয় না। দিতে হয় না পিন নম্বর। কিউআর কোড স্ক্যান করতেও হয় না। হাতের তালু নড়াচড়া করলেই অনলাইনে পেমেন্ট হয়ে যায়। চিনের এই নতুন পেমেন্ট পদ্ধতি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
গত জানুয়ারি মাসে চিনের সেনজেনের একটি প্রযুক্তি কোম্পানি এই পাম বা হাতের তালু স্ক্যানিং পরিষেবা চালু করেছে। এই পরিষেবার সাহায্যে, কেবল হাতের তালু নেড়েই অনলাইনে পেমেন্ট করা সম্ভব।
এই পেমেন্ট সিস্টেমের নাম উইকস্কিন পাম পেমেন্ট। এই সিস্টেম, লেনদেনের জন্য শুধুমাত্র হাতটাই ব্যবহার করে। এটি বর্তমানে শুধুমাত্র চিনেই সীমাবদ্ধ। কেবল সেন্সরের উপর নিজের হাত ঘোরালেই যথেষ্ট। ইনফ্রারেড ক্যামেরা ব্যবহারকারীর হাতের তালুর প্রিন্টগুলি স্ক্যান করে, ত্বকের নীচে অন্য শিরার নিদর্শনগুলিকে চিনে নেয়। তার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেনের অনুমতি দেয়৷
এই সিস্টেমটি ফেসিয়াল রিকগনিশন সফ্টওয়্যারের মতো কাজ করে। এই সফল পেমেন্ট সিস্টেম বাজারে নিয়ে এসেছে, উইচ্যাট-এর পেরেন্ট সংস্থা।