Homeখবররাজ্যএ বার কলকাতার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা গায়েব! তদন্তে সিট গঠন...

এ বার কলকাতার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা গায়েব! তদন্তে সিট গঠন করল লালবাজার

প্রকাশিত

কলকাতা: একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে ট্যাব কেনার টাকা নিয়ে ব্যাপক জালিয়াতি! পড়ুয়া পিছু বরাদ্দ ১০ হাজার টাকা অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি। বিভিন্ন জেলা থেকে এই টাকা গায়েব হওয়ার খবর উঠে আসার পর এ বার কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই অভিযোগ প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই শুধু কলকাতার বিভিন্ন থানাতেই ১০০ জনের বেশি পড়ুয়ার টাকা গায়েব হওয়ার অভিযোগ জমা পড়েছে। এইসব অভিযোগের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ।

পূর্ব বর্ধমান জেলা থেকে প্রথম এই টাকা গায়েব হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ, ট্যাবের জন্য বরাদ্দ টাকা বহু পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এবং অনেক ক্ষেত্রেই অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে। এরপর ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে একের পর এক এমন অভিযোগ আসতে থাকে।

কলকাতার বিভিন্ন থানায় যেমন যাদবপুর, কসবা, বেনিয়াপুকুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, সরশুনা, জোড়াসাঁকো, গল্ফগ্রিন এবং ভবানীপুরে পড়ুয়াদের অভিযোগ জমা পড়েছে। যাদবপুরের একটি স্কুলে ১২ জন এবং ঠাকুরপুকুরের আরেকটি স্কুলের ৩১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা না পৌঁছানোর অভিযোগ পাওয়া গেছে। কসবায় ১০ জন, জোড়াসাঁকোয় ৪০ জন এবং বেনিয়াপুকুরে পাঁচ জন পড়ুয়ার টাকা না আসার বিষয়টি পুলিশের নজরে এসেছে।

রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করেছে এবং কিছু গ্রেফতারিও হয়েছে। সরশুনার পড়ুয়াদের টাকা গায়েবের ঘটনায় উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দুই অভিযুক্ত কৃষ্ণপদ বর্মণ এবং সরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এই দুই অভিযুক্তের সাইবার ক্যাফের সঙ্গে যোগ রয়েছে, যেখানে থেকে এই ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এবার কলকাতা পুলিশও সিট গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা খতিয়ে দেখবে, কলকাতার স্কুলগুলির পড়ুয়াদের টাকা কোথায় যাচ্ছে এবং এই চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে।

আরও পড়ুন: এ বার সাগরের ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।