Homeরাজ্যউঃ ২৪ পরগনাভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার 'মূল' অভিযুক্ত

ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ‘মূল’ অভিযুক্ত

প্রকাশিত

ব্যারাকপুর: ভাটপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ‘মূল’ অভিযুক্ত সুজল প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পাঁচ দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত। জগদ্দল এলাকার বারুইপাড়ায় গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় তাঁকে পাকড়াও করা হয়। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের খুনের ঘটনার তদন্তে বড়সড় কিনারা করল পুলিশ।

গত ১৩ নভেম্বর, নৈহাটির উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়ার এক চায়ের দোকানে অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাশাপাশি চলে বোমাবাজি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অশোক সাউয়ের। এই ঘটনায় প্রথমে কওসর আলি নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার সূত্র ধরে ধরা পড়ে সুজল পাসোয়ান। কিন্তু মূল অভিযুক্ত সুজল প্রসাদ তখনও পলাতক ছিল।

বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার তথ্য অনুযায়ী, ধৃত সুজল প্রসাদ তার ভাই আকাশ প্রসাদের খুনের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটায়। আকাশকে ২০২০ সালে একই এলাকায় খুন করা হয়েছিল। সেই ঘটনার বদলা নিতে সুজল চার বছর ধরে নিখুঁত পরিকল্পনা করে।

খুনের ঘটনার পর থেকে সুজল পাশের এলাকাগুলিতে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তার অবস্থানের খবর পায়। এরপর সোমবার বারুইপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার জানিয়েছেন, সুজলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ ছিল। বিহারে গা ঢাকা দেওয়ার পর তাঁকে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। সেই সময় একটি মামলায় জামিনে মুক্ত ছিল সুজল।

এই ঘটনায় সুজলের গ্রেফতারির পর ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। পুলিশ আরও পাঁচজনকে চিহ্নিত করেছে এবং তদন্ত চলছে। তাদের মতে, এই হত্যাকাণ্ডে আরও কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে।

প্রসঙ্গত, বিজেপি নেতা অর্জুন সিং প্রথম থেকেই অভিযোগ করছিলেন, ২০২১ সালের একটি খুনের মামলার বদলা নিতেই এই খুন। অশোক সাউ সেই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।