Homeশিক্ষা ও কেরিয়ারডিসেম্বরের UGC NET পরীক্ষা হবে জানুয়ারিতে, শুরু হয়েছে আবেদনপত্র গ্রহণ

ডিসেম্বরের UGC NET পরীক্ষা হবে জানুয়ারিতে, শুরু হয়েছে আবেদনপত্র গ্রহণ

প্রকাশিত

দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রতি বছর দু’বার করে ইউজিসি-নেট পরীক্ষার আয়োজন করে। ২০২৪ সালের ইউজিসি-নেট পরীক্ষার ডিসেম্বরের সূচি প্রকাশ করেছে এনটিএ।

ডিসেম্বরের ইউজিসি নেটের কম্পিউটারভিত্তিক পরীক্ষা ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২টি পেপারে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীর স্কোর হবে। পেপার ওয়ানে মোট ৫০টি প্রশ্ন থাকবে। মোট নম্বর ১০০। দ্বিতীয় পত্রে ১০০টি প্রশ্ন থাকবে। মোট নম্বর ২০০। একটাই সেশনে ২টি পেপারে পরীক্ষা হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই।

কী ভাবে করবেন আবেদন

১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট (ugcnet.nta.ac.in) ও (ugcnetdec2024.ntaonline.in) মারফত আবেদন করতে হবে। ১২-১৩ ডিসেম্বর অনলাইনে আবেদনপত্র সংশোধনের সুযোগ মিলবে। ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে বৈধ ইমেল আইডি আর মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করার পর প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদনমূল্য জমা দিতে হবে।

কত আবেদনমূল্য

জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য আবেদনমূল্য ১১৫০ টাকা। ওবিসি-এনসিএল, জেনারেল-ইডব্লিউসি ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য আবেদনমূল্য ৬০০। তফশিলি জাতি ও উপজাতি, শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য আবেদনমূল্য ৩২৫ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে স্নাতকোত্তর বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এই নিয়ম জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। ওবিসি, তফশিলি জাতি ও উপজাতি, শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য ন্যূনতম ৫০% নম্বর পেলেই আবেদন করা যাবে। স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের পড়ুয়াও আবেদনের যোগ্য, তবে ইউজিসি নেটের পরীক্ষার ফল বেরোনোর দু’বছরের মধ্যে প্রয়োজনীয় নম্বর পেয়ে ডিগ্রি অর্জন আবশ্যক।

জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৩০ বছরের মধ্যে। ওবিসি, মহিলা, তফশিলি জাতি ও উপজাতি ও শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড় মিলবে। সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য বয়সের কোনো সর্বোচ্চ সীমা নেই।

অন্যান্য সুবিধা

১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করে থাকলে মোট প্রাপ্ত নম্বরে ৫% ছাড় মিলবে। ২০২২ সালের ১ জুনের আগে সেট পরীক্ষায় পাশ করে থাকলে ইউজিসি নেট পরীক্ষা দিতে হবে না। গোটা দেশেই যে কোনো স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে আবেদন করা যাবে।

গত পরীক্ষার ফল

জুন মাসে ইউজিসি নেটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সিবিআই তদন্তে জানা যায়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। কিন্তু তবুও পরীক্ষা পিছিয়ে যায়। ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জুন মাসের ইউজিসি নেটের পরীক্ষা হয়। ১৭ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ হয়। ১১ লাখের বেশি পরীক্ষার্থী নাম নথিভুক্ত করলেও পরীক্ষায় বসেন ৬ লক্ষ ৮৪ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ৪৯৭০ জন জুনিয়র রিসার্চ ফেলো পদে, ৫৩৬৯৪ জন সহকারী অধ্যাপক পদে এবং ১ লক্ষ ১২ হাজার ৭০ জন পিএইচডির জন্য সফল হন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।