Homeখবররাজ্যসাপের কামড়ের ঘটনা ও মৃত্যু নথিভুক্তকরণ বাধ্যতামূলক করতে উদ্যোগী রাজ্য স্বাস্থ্য দফতর

সাপের কামড়ের ঘটনা ও মৃত্যু নথিভুক্তকরণ বাধ্যতামূলক করতে উদ্যোগী রাজ্য স্বাস্থ্য দফতর

প্রকাশিত

সাপের কামড়ের ঘটনা এবং মৃত্যুকে ‘নোটিফায়েবল’ রোগের তালিকাভুক্ত করতে উদ্যোগী হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই পদক্ষেপের মাধ্যমে সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসা এবং ক্ষতিপূরণের নীতিগুলি আরও কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত।

স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে একটি চিঠি রাজ্যগুলিকে পাঠানো হয়েছে, যেখানে সাপের কামড়কে ‘নোটিফায়েবল’ রোগ হিসেবে ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সাপের কামড় সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে জানাতে হবে।

‘নোটিফায়েবল’ শব্দটি স্বাস্থ্য ও চিকিৎসা পরিভাষায় একটি বিশেষ অর্থ বহন করে। এটি এমন রোগ বা ঘটনা বোঝাতে ব্যবহার করা হয়, যেগুলি আইন বা সরকারি নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক।

যদি কোনও রোগ ‘নোটিফায়েবল হিসেবে ঘোষণা করা হয়, তাহলে সেই রোগে আক্রান্ত ব্যক্তি বা মৃত্যুর ঘটনা ঘটলে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রকে তা সরকারের স্বাস্থ্য দফতরে রিপোর্ট করতে হয়। এর মাধ্যমে রোগের প্রকোপ, বিস্তার ও প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হয়।

সাপের কামড়কে ‘নোটিফায়েবল’ করলে, প্রতিটি ঘটনা নথিভুক্ত হবে এবং এর ভিত্তিতে আরও কার্যকর চিকিৎসা ও সচেতনতা কর্মসূচি গ্রহণ করা যাবে।

রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা, উত্তরবঙ্গের কিছু এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি অংশ সাপের কামড়ের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক সময়ে নিউটাউন-রাজাহাট এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক সাপের কামড়ের ঘটনা সামনে এসেছে।

বেলেঘাটা আইডি হাসপাতালের প্রাক্তন এমএসভিপি তথা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অশীষ মান্না বলেন, “সাপের কামড়ের ঘটনাগুলি নোটিফায়েবল হলে এই জনস্বাস্থ্য সমস্যা নিয়ে আরও সচেতনতা বাড়বে।”

স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা আরও জানান, বর্তমানে খুব কম সরকারি প্রতিষ্ঠান সাপের কামড় সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। অনেক ক্ষেত্রেই আক্রান্তরা হাসপাতালে না গিয়ে স্থানীয় বৈদ্য বা ঝাড়ফুঁকের আশ্রয় নেন, যা মৃত্যুর হার বাড়িয়ে দেয়।

বিশেষজ্ঞ দয়াল বন্দ্যোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু রাজ্যের সরকারি হাসপাতালে সহজলভ্য অ্যান্টিভেনম সরবরাহের জন্য সর্বোত্তম নীতি গ্রহণ করেছে। তবে, সাপের কামড়ের ঘটনা এখনও যথেষ্ট কম রিপোর্ট করা হয়।”

একটি সমীক্ষায় দেখা গেছে, দক্ষিণ ২৪ পরগনার মাত্র ২৯% এলাকার জনসংখ্যা নিয়ে করা একটি গবেষণায় তিন বছরে ৪,৮৭১টি সাপের কামড়ের ঘটনা নথিভুক্ত হয়েছে। গবেষকরা দেখিয়েছেন যে, রাজ্যে এক বছরে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা ম্যালেরিয়ার তুলনায় বেশি ছিল, অথচ ম্যালেরিয়া নিয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়।

সব খবর পড়ুন এখানে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।