তৃতীয় বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফডণবীস। আগামীকাল (বৃহস্পতিবার) মুম্বইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি শপথগ্রহণ করবেন। বুধবার বিজেপির শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে তাঁকে মুখ্যমন্ত্রী পদে মনোনীত করেছেন। আর এরই সঙ্গে রাজ্যে গত কয়েক দিন ধরে চলা জল্পনার অবসান ঘটল।
নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে আলোচনার পর ফডণবীসের নাম সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয়। বিজেপি নেতৃত্বের এই সিদ্ধান্ত মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওযাকিবহাল মহল।
মহারাষ্ট্রে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতির বড় জয় পাওয়ার দুই সপ্তাহ পর এই শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। আজাদ ময়দান ইতিমধ্যেই প্রস্তুত শপথগ্রহণের জন্য। এদিকে, ফডণবীস আজই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর সঙ্গে থাকবেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি নেতা অজিত পওয়ার। সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি পেশ করবেন তাঁরা।
বিজেপি বিধায়কদের বৈঠকে ফডণবীস বলেন, “বিধানসভার দলনেতা হিসেবে মনোনীত হওয়া আমার জন্য সম্মানের। এই পদে আমি বিজেপির ১৩২ জন বিধায়কের সমর্থন ছাড়া আসতে পারতাম না।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান। বলেন, “ডবল ইঞ্জিন সরকার” মহারাষ্ট্রের উন্নয়নকে আরও গতিশীল করবে।
মহাযুতির নির্বাচনী জয়ের পর থেকেই শিবসেনার শীর্ষ নেতারা দাবি করে আসছিলেন যে, জোটের নেতৃত্বে একনাথ শিন্ডের অবদান রয়েছে, তাই তাঁকেই মুখ্যমন্ত্রী পদে বহাল রাখা উচিত। তবে বিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, এবার তারা শীর্ষ পদটি দাবি করবে। শেষমেশ শিন্ডে ঘোষণা করেন, তিনি সরকার গঠনে কোনও বাধা সৃষ্টি করবেন না এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নেবেন।
বলে রাখা ভালো, এ বারের ভোটে বিজেপি ১৪৮টি আসনে লড়াই করে ১৩২টি আসন জিতেছে। ফলে, শিন্ডে বড় কোনও দাবি করার অবস্থানে ছিলেন না। তবুও শিন্ডের অবদানকে স্বীকৃতি দিতে শিবসেনার নেতারা বিভিন্ন মন্তব্য করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
আরও পড়ুন: অমৃতসরের স্বর্ণমন্দিরে শিরোমণি অকালি দল নেতা সুখবীর সিং বাদলকে গুলি, হামলাকারী গ্রেফতার