Homeখবরবিদেশসিরিয়ার আইসিস ঘাঁটিতে আমেরিকার হামলা, আসাদের পতনের পরেই গোলান দখল ইজরায়েলের

সিরিয়ার আইসিস ঘাঁটিতে আমেরিকার হামলা, আসাদের পতনের পরেই গোলান দখল ইজরায়েলের

প্রকাশিত

দামাস্কাস: সিরিয়ায় রাজনৈতিক পটপরিবর্তনের পর উত্তাল পরিস্থিতি। দীর্ঘ দুই দশকের শাসনের পর ক্ষমতা হারিয়ে সিরিয়া ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তাঁর অনুপস্থিতিতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)-এর দখলে চলে গেছে রাজধানী দামাস্কাস। এই সুযোগে রবিবার সিরিয়ায় আইসিস ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা।

হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ার অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে আকাশপথে গোলাবর্ষণ করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার এক বিবৃতিতে বলেন, ‘‘আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদের শূন্যতাকে কাজে লাগাতে পারে। আমেরিকা তা হতে দেবে না।’’ দক্ষিণ-পূর্ব সিরিয়ায় মোতায়েন থাকা ৯০০ সেনার মাধ্যমে এই হামলা চালানো হয়।

আসাদের ক্ষমতাচ্যুতির বিষয়ে বাইডেন মন্তব্য করেন, ‘‘এত দিনে ন্যায়বিচার হয়েছে। এটি সিরিয়ার জনগণের জন্য ঐতিহাসিক মুহূর্ত।’’

অন্য দিকে, সিরিয়ার রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করেছে ইজরায়েল। ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করে ইজরায়েলি ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) সিরিয়ার অংশে প্রবেশের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘‘কোনও শত্রু শক্তিকে নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।’’

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটি রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী। সম্প্রতি লেবাননে ইজরায়েল এবং হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। একের পর এক শহর দখল করতে করতে তারা রাজধানীতে প্রবেশ করলে দেশ ছেড়ে পালান আসাদ।

বর্তমান পরিস্থিতি সিরিয়ায় নতুন সংকট তৈরি করেছে। আন্তর্জাতিক মহল এই সংঘাতের দিকে সতর্ক নজর রাখছে।

বাশার আল আসাদ কোথায়? সিরিয়ার প্রেসিডেন্টের অবস্থান নিয়ে প্রশ্ন

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...