Homeখবরদেশধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, পক্ষপাতিত্বের অভিযোগে একজোট 'ইন্ডিয়া'

ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, পক্ষপাতিত্বের অভিযোগে একজোট ‘ইন্ডিয়া’

প্রকাশিত

নয়াদিল্লি: বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, দ্রাবিড় মুন্নেত্র কাঝগম, এবং রাষ্ট্রীয় জনতা দলের ৫০ জনের বেশি সাংসদের স্বাক্ষরিত এই প্রস্তাব রাজ্যসভা সচিবালয়ে জমা করা হয়েছে।

অভিযোগ: পক্ষপাতমূলক আচরণ

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, “ইন্ডিয়া জোটভুক্ত সব দল অত্যন্ত দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। পক্ষপাতমূলকভাবে রাজ্যসভার কার্যক্রম পরিচালনার অভিযোগেই এই পদক্ষেপ।”
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “সংসদকে হত্যা করা হচ্ছে। গণতন্ত্র রক্ষার প্রয়াসে আমরা এই অনাস্থা প্রস্তাব এনেছি। জনগণের সমস্যা তুলে ধরার অধিকার আমাদের কেড়ে নেওয়া হচ্ছে।”

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবুও ‘নীতিগত পদক্ষেপ’

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও বিরোধীরা এই প্রস্তাব এনেছে শুধুমাত্র নীতিগত অবস্থান থেকে।
অনাস্থা প্রস্তাব পাশ করাতে রাজ্যসভার ভোটদানের ৫০ শতাংশের বেশি এবং পরে লোকসভায় একই সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে বিরোধীদের এই সংখ্যা নেই বলে মনে করা হচ্ছে।

গণতন্ত্র রক্ষার বার্তা

বিরোধী শিবির এই পদক্ষেপকে গণতন্ত্র রক্ষার প্রতীকী প্রয়াস হিসেবে ব্যাখ্যা করেছে। সরকারের কার্যপদ্ধতির বিরোধিতা এবং গণতন্ত্র রক্ষার অঙ্গীকারের কারণেই এই প্রস্তাব আনা হয়েছে বলে বিরোধী নেতারা জানিয়েছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।