Homeখবরদেশফের ই-মেলে বোমা রাখার হুমকি, দিল্লিতে একাধিক স্কুলে ছুটি দেওয়া হল

ফের ই-মেলে বোমা রাখার হুমকি, দিল্লিতে একাধিক স্কুলে ছুটি দেওয়া হল

প্রকাশিত

শুক্রবার দিল্লির একাধিক স্কুলে আবারও বোমা হুমকির ইমেল পাওয়া গিয়েছে। চলিত সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। ইমেলের হুমকি পেয়ে দিল্লি পাবলিক স্কুল (ইস্ট অব কৈলাশ), সালওয়ান স্কুল, মডার্ন স্কুল, এবং ক্যামব্রিজ স্কুল সহ বেশ কয়েকটি স্কুল দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়ে দেয় যে, আজ ছাত্রছাত্রীদের স্কুলে না পাঠানোই শ্রেয়।

ইমেলে বলা হয়েছে, স্কুল প্রাঙ্গণে ‘বেশ কয়েকটি বিস্ফোরক’ রাখা রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে, একটি ‘সিক্রেট ডার্ক ওয়েব’ গ্রুপ এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত। ইমেলে হুমকিদাতা জানায়, “আপনারা নিশ্চয়ই ছাত্রদের ব্যাগ নিয়মিত পরীক্ষা করেন না। বিস্ফোরকগুলো স্কুলের ভবন ধ্বংস করার জন্য যথেষ্ট এবং এতে অনেকের ক্ষতি হবে।”

এমনকি, ইমেলে হুমকি দেওয়া হয়েছে যে, ডিসেম্বর ১৩ এবং ১৪ তারিখে যেকোনো দিন বিস্ফোরণ ঘটতে পারে। উল্লেখ্য, ডিসেম্বর ১৪ তারিখে কিছু স্কুলে অভিভাবক-শিক্ষক বৈঠক নির্ধারিত রয়েছে, যা বিস্ফোরণের জন্য ‘ভাল সুযোগ’ বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরই দমকল, পুলিশ, এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ডগ স্কোয়াড সহ স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করে। দিল্লি পুলিশ ইমেলের আইপি ঠিকানা শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে, ডিসেম্বর ৯ তারিখে দিল্লির ৪০টিরও বেশি স্কুলে একই ধরনের বোমা হুমকি দেওয়া হয়েছিল। তবে, পরে পুলিশ সেই ঘটনাকে ‘ভুয়ো হুমকি’ হিসেবে ঘোষণা করে।

ইমেলটি পাঠানো হয় রাত ১১:৩৮ মিনিটে, যেখানে ৩০,০০০ ডলার দাবি করা হয়েছিল বিস্ফোরক নিষ্ক্রিয় করার বিনিময়ে। ইমেলে লেখা ছিল, “এটি ভবনে খুব বেশি ক্ষতি করবে না, তবে বিস্ফোরণের সময় অনেক মানুষ আহত হবে। আপনারা সকলেই এই ক্ষতির যোগ্য।”

এই ঘটনার পর, অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দিল্লির স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...