Homeখবরদেশফের ই-মেলে বোমা রাখার হুমকি, দিল্লিতে একাধিক স্কুলে ছুটি দেওয়া হল

ফের ই-মেলে বোমা রাখার হুমকি, দিল্লিতে একাধিক স্কুলে ছুটি দেওয়া হল

প্রকাশিত

শুক্রবার দিল্লির একাধিক স্কুলে আবারও বোমা হুমকির ইমেল পাওয়া গিয়েছে। চলিত সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। ইমেলের হুমকি পেয়ে দিল্লি পাবলিক স্কুল (ইস্ট অব কৈলাশ), সালওয়ান স্কুল, মডার্ন স্কুল, এবং ক্যামব্রিজ স্কুল সহ বেশ কয়েকটি স্কুল দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়ে দেয় যে, আজ ছাত্রছাত্রীদের স্কুলে না পাঠানোই শ্রেয়।

ইমেলে বলা হয়েছে, স্কুল প্রাঙ্গণে ‘বেশ কয়েকটি বিস্ফোরক’ রাখা রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে, একটি ‘সিক্রেট ডার্ক ওয়েব’ গ্রুপ এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত। ইমেলে হুমকিদাতা জানায়, “আপনারা নিশ্চয়ই ছাত্রদের ব্যাগ নিয়মিত পরীক্ষা করেন না। বিস্ফোরকগুলো স্কুলের ভবন ধ্বংস করার জন্য যথেষ্ট এবং এতে অনেকের ক্ষতি হবে।”

এমনকি, ইমেলে হুমকি দেওয়া হয়েছে যে, ডিসেম্বর ১৩ এবং ১৪ তারিখে যেকোনো দিন বিস্ফোরণ ঘটতে পারে। উল্লেখ্য, ডিসেম্বর ১৪ তারিখে কিছু স্কুলে অভিভাবক-শিক্ষক বৈঠক নির্ধারিত রয়েছে, যা বিস্ফোরণের জন্য ‘ভাল সুযোগ’ বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরই দমকল, পুলিশ, এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ডগ স্কোয়াড সহ স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করে। দিল্লি পুলিশ ইমেলের আইপি ঠিকানা শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে, ডিসেম্বর ৯ তারিখে দিল্লির ৪০টিরও বেশি স্কুলে একই ধরনের বোমা হুমকি দেওয়া হয়েছিল। তবে, পরে পুলিশ সেই ঘটনাকে ‘ভুয়ো হুমকি’ হিসেবে ঘোষণা করে।

ইমেলটি পাঠানো হয় রাত ১১:৩৮ মিনিটে, যেখানে ৩০,০০০ ডলার দাবি করা হয়েছিল বিস্ফোরক নিষ্ক্রিয় করার বিনিময়ে। ইমেলে লেখা ছিল, “এটি ভবনে খুব বেশি ক্ষতি করবে না, তবে বিস্ফোরণের সময় অনেক মানুষ আহত হবে। আপনারা সকলেই এই ক্ষতির যোগ্য।”

এই ঘটনার পর, অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দিল্লির স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।