উচ্চ মাধ্যমিক সিলেবাসে বড়সড় পরিবর্তন, রচনা বাদ, নতুন গদ্য সংযোজন
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আবারও সিলেবাসে বড় পরিবর্তন আনল। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ইংরেজি-সহ ১৯টি বিষয়ে পাঠক্রম সংশোধন করা হয়েছে। ইংরাজি রচনা বা এস্যে রাইটিং সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে চালু হয়েছে সাবস্ট্যান্স রাইটিং এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিশিয়েশন।
ইংরেজিতে পরিবর্তন
ইংরেজি-বি সিলেবাসে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে যোগ হয়েছে অস্কার ওয়াইল্ডের দ্য মডেল মিলিওনেয়ার। র্যাপিড রিডারে কেট চোপিনের দ্য স্টোরি অব অ্যান আওয়ার এবং সাকির দ্য ওপেন উইন্ডো অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় সেমেস্টারে এসেছে ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই। ফাইনাল সেমেস্টারে দ্য ল্যাম্ব টু দ্য স্লটার-এর পরিবর্তে আর্নেস্ট হেমিংওয়ের এ ক্লিন, ওয়েল-লাইটেড প্লেস অন্তর্ভুক্ত হয়েছে।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিতে স্কুলগুলোকে দুই সেমেস্টারে যে কোনো তিনটি গদ্য বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে।
বাংলা, ইতিহাস-সহ আরও ১৮টি বিষয়ে পরিবর্তন
বাংলা-এ এবং বাংলা-বি সিলেবাসেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ইতিহাসের ক্ষেত্রে কিছু বিষয় সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যান্য বিষয়ে যেমন রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, দর্শন, পরিবেশ বিদ্যা, এবং জীববিজ্ঞানেও সিলেবাসে পরিবর্তন করা হয়েছে।
প্রতিক্রিয়া
পাঠ্যক্রম জটিল হওয়ার অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিলেন। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “শিক্ষকদের মতামত এবং শিক্ষার্থীদের অসুবিধা মাথায় রেখে সিলেবাস সংশোধন করা হয়েছে। নতুন পদ্ধতিতে পড়াশোনা আরও সহজ হবে।”
তবে সিলেবাস পরিবর্তন নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। একাদশ শ্রেণির ক্ষেত্রে স্কুলগুলোকে বিষয় বাছাইয়ের স্বাধীনতা দেওয়া হলেও, এর ফলে সারা রাজ্যে সিলেবাসের একরূপতা থাকবে না বলে অভিযোগ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের।
নতুন সিলেবাস আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। শিক্ষকদের একাংশ মনে করছেন, সিলেবাস সহজ করার এই উদ্যোগ পড়ুয়াদের জন্য সুবিধাজনক হলেও, এর অভিন্নতার অভাব পড়াশোনার মান নিয়ে প্রশ্ন তুলতে পারে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

