Homeরাজ্যউঃ ২৪ পরগনাচিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার

চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার

প্রকাশিত

বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী এবং বাংলাদেশ মাইনরিটি ওয়াচ-এর প্রতিষ্ঠাতা-সভাপতি রবীন্দ্র ঘোষ রবিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য ভারতে পৌঁছেছেন। বাংলাদেশে থাকা অবস্থায় তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন আইনজীবীর পরিবারের সদস্যরা। ভারতে ফেরায় তাঁরা কিছুটা স্বস্তিতে।

৭৫ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা বর্তমানে বারাকপুরে ছেলে রাহুলের সঙ্গে থাকবেন। রাহুল তার স্ত্রী ও সন্তানের সঙ্গে বারাকপুরেই বসবাস করেন। চট্টগ্রামে ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন নিয়ে একটি শুনানির সময় ঘোষের ওপর হামলার অভিযোগ উঠেছিল। চট্টগ্রামের ঊনসত্তর পাড়ায় জন্মগ্রহণকারী ঘোষ বর্তমানে ঢাকায় স্ত্রী কৃষ্ণার সঙ্গে থাকেন।

রাহুল ঘোষ বলেন, “আমি সবসময় আমার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রেখেছি। চট্টগ্রাম আদালতে ঘটে যাওয়া ঘটনার পর বাবার সঙ্গে কথা বলি। তিনি জানান, চট্টগ্রামে হামলার হুমকির পর পুলিশে অভিযোগ করেছেন। তবে প্রকৃত উদ্বেগের বিষয় হলো, চট্টগ্রামে পুলিশি নিরাপত্তা পেলেও ঢাকায় তিনি কতটা সুরক্ষিত থাকবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে।”

রাহুল আরও জানান, “আমি বাবাকে অনুরোধ করেছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বারাকপুরে থাকার জন্য। তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন নতুন বছরের আগেই বাংলাদেশে ফিরে যাওয়ার। তিনি বলেন, ‘আমি আমার নীতি ও আদর্শ থেকে সরে আসব না।’”

রবীন্দ্র ঘোষ বলেন, “আমার মেয়েরা, যাঁরা কানাডায় থাকে, বহুবার আমাদের ওখানে যাওয়ার অনুরোধ করেছে। কিন্তু কেন আমি আমার মাতৃভূমি এবং অত্যাচারিত মানুষদের ছেড়ে যাব? আমি স্থানীয় আইনজীবীদের কাছে চিন্ময় কৃষ্ণের মামলাটি লড়ার অনুরোধ করেছি, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাইনি। এই বয়সে ঢাকার থেকে চট্টগ্রামে যাতায়াত করা খুব কষ্টসাধ্য। আমরা মামলাটি ঢাকায় স্থানান্তরের জন্য উচ্চ আদালতে আবেদন করব।”

পরিবারের সদস্যরাও জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে এই ধরনের হুমকির মুখোমুখি হ্চ্ছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।