Homeখবরদেশলোকসভায় ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ হবে মঙ্গলবার

লোকসভায় ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ হবে মঙ্গলবার

প্রকাশিত

নয়াদিল্লি: মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করবেন আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। এর আগে, সোমবার (১৬ ডিসেম্বর) এই বিল পেশ করার কথা থাকলেও তা পিছিয়ে যায়। সংসদের শীতকালীন অধিবেশন ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা, ফলে বিলটি পেশ করার জন্য সরকারের হাতে আর মাত্র চার দিন রয়েছে।

গত ১২ ডিসেম্বর ‘এক দেশ, এক ভোট’ বিলে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। শাসক দল বিজেপি একে “ঐতিহাসিক” বলে অভিহিত করেছে এবং দাবি করেছে, এই পদক্ষেপ প্রশাসনিক ভাবে সুবিধাজনক ও ব্যয়সাশ্রয়ী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার এই ধারণার প্রশংসা করেছেন এবং একে সময়ের প্রয়োজন বলে বর্ণনা করেছেন।

বিলের বর্তমান অনুমোদন অনুযায়ী, লোকসভা এবং বিধানসভাগুলির নির্বাচন একযোগে করার ওপর জোর দেওয়া হয়েছে। তবে, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও সেগুলি আপাতত এই পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়নি।

বিরোধী দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেস, এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, এটি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিঘ্ন ঘটাতে পারে, আঞ্চলিক দলগুলির গুরুত্ব কমিয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি করতে পারে।

‘এক দেশ, এক ভোট’ ধারণাটি নতুন নয়। ১৯৫০ সালে সংবিধান কার্যকর হওয়ার পর ১৯৫২, ১৯৫৭, ১৯৬২ এবং ১৯৬৭ সালে লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য একযোগে ভোট হয়েছিল। তবে ১৯৬৮-৬৯ সালের মধ্যে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার পর থেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়।

যদি সংসদের উভয় কক্ষে বিলটি পাস হয়, তবে এটি কার্যকর হলে দেশ জুড়ে নির্বাচনের সময় ও খরচ কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তাদের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয়, তা কমে যাবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের উপর থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে।

আরও পড়ুন: মুকেশ অম্বানি এবং গৌতম আদানির সম্পদ কমেছে! ১০,০০০ কোটি ডলারের ক্লাব থেকে প্রস্থান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...