কাজাখস্তানে বুধবার সকালে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৮ জন। বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের পথে ছিল। এটি ক্যাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলে অবস্থিত কাজাখ শহর আক্তাউ-এর নিকটে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সময় বিমানের এক যাত্রীর মোবাইল ফোনে তোলা ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, হলুদ অক্সিজেন মাস্কগুলো আসনের উপর ঝুলে আছে। যাত্রীরা চিৎকার করে ‘আল্লাহু আকবর’ বলছেন।
বিমানে মোট ৭০ জন যাত্রী ছিলেন। কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, জীবিত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য রাজধানী আস্তানা থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি বিশেষ বিমান পাঠানো হয়েছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বৃহস্পতিবারকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন এবং রাশিয়ায় নির্ধারিত কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (CIS)-এর সম্মেলনে তাঁর অংশগ্রহণ বাতিল করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজানের প্রেসিডেন্টর সঙ্গে ফোনে কথা বলেন এবং গভীর শোক প্রকাশ করেন। তিনি রাশিয়ার জরুরি বিভাগের একটি বিশেষ টিম দুর্ঘটনাস্থলে পাঠিয়েছেন।
চেচেন নেতা রমজান কাদিরভ টেলিগ্রামে বার্তা দিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।
বিমানটির রুট ফ্লাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি ক্যাস্পিয়ান সাগরের উপর দিয়ে সরে গিয়ে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল। কাজাখস্তানের সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
The final moments of the Azerbaijan Airlines plane before its crash in Kazakhstan were captured by a passenger onboard.
— Clash Report (@clashreport) December 25, 2024
Aftermath also included in the footage. pic.twitter.com/nCRozjdoUY