মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজের কেরিয়ারের আরেক মাইলস্টোন পার হলেন ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ। বৃহস্পতিবার অনিল কুম্বলেকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল বোলার হয়ে উঠলেন পেসার জসপ্রীত বুমরাহ। চতুর্থ টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সে বুমরাহ তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটারই হাফ-সেঞ্চুরি করলেও ট্রাভিস হেডকে (৭ বলে ০) দ্রুত ফিরিয়ে দেন বুমরাহ। প্রথম উইকেট হিসেবে তিনি তুলে নেন উসমান খাওজাকে, যিনি ৫৭ রানে আউট হন। এই উইকেটের মাধ্যমেই বুমরাহ মেলবোর্নে টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।
মেলবোর্নে ভারতের হয়ে টেস্টে সর্বাধিক উইকেট
- জসপ্রিত বুমরাহ: ম্যাচ: ৩*, ইনিংস: ৫, উইকেট: ১৮
- অনিল কুম্বলে: ম্যাচ: ৩, ইনিংস: ৬, উইকেট: ১৫
- রবিচন্দ্রন অশ্বিন: ম্যাচ: ৩, ইনিংস: ৬, উইকেট: ১৪
- কপিল দেব: ম্যাচ: ৩, ইনিংস: ৬, উইকেট: ১৪
- উমেশ যাদব: ম্যাচ: ৩, ইনিংস: ৬, উইকেট: ১৩
অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন ও কপিল দেব ইতিমধ্যেই অবসর নিয়েছেন। উমেশ যাদবের দলে ফেরার সম্ভাবনা কম থাকায় বুমরাহ দীর্ঘদিন শীর্ষস্থানে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, প্রথম দিনে অস্ট্রেলিয়া ৮৬ ওভারে ৩১১/৬ স্কোরে দিন শেষ করে। স্টিভ স্মিথ (৬৮) এবং অধিনায়ক প্যাট কামিন্স (৮) অপরাজিত ছিলেন। ভারতের হয়ে সেরা বোলার ছিলেন বুমরাহ, যিনি ২১ ওভারে ৭৫ রান দিয়ে ৩টি উইকেট নেন।