Homeগাড়ি ও বাইকভারতে লঞ্চ হল ২০২৫ হোন্ডা ইউনিকর্ন, জানুন দাম, নতুন ফিচার ও স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হল ২০২৫ হোন্ডা ইউনিকর্ন, জানুন দাম, নতুন ফিচার ও স্পেসিফিকেশন

প্রকাশিত

নিজেদের মডেল লাইনআপে আপডেট আনতে কাজ চালিয়ে যাচ্ছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle & Scooter India)। সম্প্রতি অ্যাকটিভা ১২৫ (Activa 125) এবং এসপি ১২৫ (SP125)-এর নতুন সংস্করণ বাজারে এনেছে সংস্থা। এবার ২০২৫ হোন্ডা ইউনিকর্ন লঞ্চ করল হোন্ডা, যাতে রয়েছে আপডেটেড ফিচার লিস্ট এবং নতুন ওবিডি২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন।

ডিজাইনে পরিবর্তন:

২০২৫ হোন্ডা ইউনিকর্ন-এর সামনের অংশে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এতে যোগ হয়েছে একটি নতুন এলইডি হেডল্যাম্প, যা ক্রোম বর্ডার দিয়ে সাজানো। তবে বাকি ডিজাইন প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। এই বাইকটি তিনটি রঙে পাওয়া যাবে: রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক। আগের পার্ল সাইরেন ব্লু রঙটি এইবার সরিয়ে দেওয়া হয়েছে।

ফিচার লিস্ট:

নতুন ইউনিকর্ন সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারসহ এসেছে, যা স্পিড, গিয়ার পজিশন, ইকো মোড ইন্ডিকেটর এবং সার্ভিস অ্যালার্টের মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখায়। রাইডারদের জন্য সুবিধা বাড়াতে একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টও যুক্ত করা হয়েছে।

ইঞ্জিন ও কর্মক্ষমতা:

এই বাইকে নতুন ওবিডি২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে, যা আগের তুলনায় বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম। এর ১৬৭.৭১ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ১৩ বিএইচপি পাওয়ার এবং ১৪.৫৮ এনএম টর্ক উৎপন্ন করে। ফাইভ-স্পিড গিয়ারবক্সের সঙ্গে কাজ করে এই ইঞ্জিন।

দাম:

এই সব আপডেটের পরে, বাইকের দাম ৮ হাজার ১৮০ টাকা বেড়ে গেছে এবং এখন এর এক্স-শোরুম মূল্য ১,১১,৩০১টাকা।

সবমিলিয়ে ২০২৫ হোন্ডা ইউনিকর্ন-এর আপডেটেড ফিচার ও শক্তিশালী ইঞ্জিন একে একটি আকর্ষণীয় অপশন করে তুলেছে ভারতীয় গ্রাহকদের জন্য।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

আরও পড়ুন

চাবি ছাড়াই চলবে স্কুটার! ভারতে এল ইয়ামাহার নতুন 2025 Aerox 155 Version S

ভারতের বাজারে ইয়ামাহা লঞ্চ করল নতুন 2025 Aerox 155 Version S স্কুটার। রয়েছে স্মার্ট কি সিস্টেম, আকর্ষণীয় রঙ, ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা।

এপ্রিল থেকে ফের বাড়ছে মারুতি সুজুকির গাড়ির দাম, টানা তৃতীয়বার মূল্যবৃদ্ধির ঘোষণা

টানা তৃতীয়বার দাম বাড়ানোর ঘোষণা মারুতি সুজুকির। এপ্রিল ২০২৫ থেকে গাড়ির দাম বাড়বে ৪% পর্যন্ত। কী কারণে মূল্যবৃদ্ধি? বিস্তারিত জানুন।

ভারতের প্রথম, ব্লুটুথ যুক্ত, বৈদ্যুতিক থ্রি-হুইলার টিভিএস কিং ইভি ম্যাক্স (TVS King EV MAX) আনল টিভিএস মোটর

টিভিএস মোটর কোম্পানি লঞ্চ করল তাদের সংযুক্ত যাত্রীবাহী বৈদ্যুতিক থ্রি-হুইলার, টিভিএস কিং ইভি ম্যাক্স। উন্নত প্রযুক্তি এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্য সহ, এটি শহুরে পরিবহনের জন্য একটি নিখুঁত সমাধান।