রাজস্থানের জয়সলমেরে ভারত-পাকিস্তান সীমান্তে কর্মরত বিএসএফ হেড কনস্টেবলের আত্মহত্যা। শুক্রবার পুলিশ জানিয়েছে, কৃষ্ণ কুমার নামে ওই হেড কনস্টেবল নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার শাহগড় এলাকার ভোনু সীমান্ত চৌকিতে এই ঘটনা ঘটে। পঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা ছিলেন বছর ৪৪-এর কৃষ্ণ কুমার।
জয়সলমের সার্কেল অফিসার রূপ সিং জানান, আত্মহত্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, ‘‘ঘটনাটি বৃহস্পতিবার ঘটে। আত্মহত্যার পেছনের কারণ এখনও জানা যায়নি।’’ সহকর্মীদের বক্তব্য অনুযায়ী, কৃষ্ণ ডিউটিতে ছিলেন এবং গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁর দেহ উদ্ধার করেন।
কৃষ্ণ কুমারের দেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বারমেরে বিএসএফ কনস্টেবলের আত্মহত্যার ঘটনা
চলতি বছরের আগস্ট মাসে রাজস্থানের বারমের জেলায় ভারত-পাকিস্তান সীমান্তে কর্মরত বিএসএফ কনস্টেবল বেনারসি লালও আত্মহত্যা করেন। ৫০ বছর বয়সি লাল জম্মু-কাশ্মীরের বাসিন্দা এবং বিএসএফের ৮৩তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
বারমেরের বখাসর থানার অন্তর্গত একটি ওয়াচ টাওয়ারে ডিউটিরত অবস্থায় তিনি নিজেকে গুলি করেন। এই ঘটনারও কারণ এখনও জানা যায়নি।
এই ধারাবাহিক ঘটনাগুলি বিএসএফ কর্মীদের মানসিক স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের চাপের বিষয়টি নতুন করে তুলে ধরেছে।
আরও পড়ুন: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের ভগ্নীপতি আব্দুল রহমান মাক্কির মৃত্যু পাকিস্তানে