Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনে ফিরেছে কুলতলির গ্রামে ঢুকে পড়া বাঘ, পায়ের ছাপ দেখে দাবি বনকর্মীদের

সুন্দরবনে ফিরেছে কুলতলির গ্রামে ঢুকে পড়া বাঘ, পায়ের ছাপ দেখে দাবি বনকর্মীদের

প্রকাশিত

সুন্দরবনের জঙ্গলে ‘ফিরে গেল’ কুলতলির বাঘ, স্বস্তির নিঃশ্বাস গ্রামে

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির গ্রামে প্রবেশ করা রয়্যাল বেঙ্গল টাইগার অবশেষে তার ডেরায় ফিরে গিয়েছে। বাঘটির পায়ের ছাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই জানিয়েছেন বনকর্মীরা। কুলতলির উত্তর বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি-১১ গভীর জঙ্গলে প্রবেশ করেছে বাঘটি। বনকর্মীদের এই বার্তার পরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা।

সোমবার সকালে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লি ও কিশোরীমোহনপুরে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। এর পরেই বনকর্মীদের সঙ্গে নিয়ে তাঁরা বাঘের সন্ধানে তল্লাশি শুরু করেন। গত দু’দিন ধরে জঙ্গলে অনুসন্ধান চললেও বাঘের নাগাল মেলেনি। তবে কখনও গর্জনের শব্দ, কখনও আবার পায়ের ছাপের মাধ্যমে তার উপস্থিতির প্রমাণ মিলেছে।

বাঘকে জঙ্গলে ফেরানোর জন্য বন দফতর একাধিক পদক্ষেপ নেয়। কুলতলির উত্তর জগদ্দল সংলগ্ন এলাকায় নদীর ধারে বাঘের পায়ের ছাপ পেয়ে প্রায় এক কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। খাঁচা পাতা হয়, টোপ হিসেবে রাখা হয় ছাগল। মঙ্গলবার রাতে বাঘটি অবস্থান বদলে উত্তর-পূর্ব দিকে সরে যায়।

বুধবার সকালে বনকর্মীরা নিশ্চিত হন, বাঘটি ভাটার সময় মাকড়ি নদী পেরিয়ে সুন্দরবনের আজমলমারি-১১ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, “বাঘটি জঙ্গলে ফিরে যাওয়ায় গ্রামবাসীদের আতঙ্ক অনেকটাই কেটে গিয়েছে।”

গ্রামের বাসিন্দারা বাঘের জঙ্গলে ফিরে যাওয়ার খবরে খানিকটা স্বস্তি পেয়েছেন। তবে তাঁরা বন দফতরকে অনুরোধ করেছেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হোক।

এই ঘটনার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণে বন দফতরের দক্ষতা ও প্রচেষ্টা আবারও প্রমাণিত হয়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তার চেনা পরিবেশে ফিরে যাওয়ায় পরিবেশপ্রেমীদের মধ্যেও স্বস্তির বাতাবরণ।

বারবার অবস্থান বদল, কুলতলির সেই রয়্যাল বেঙ্গল এ বার মৈপীঠে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।