ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর খুনে টাউন সভাপতির গ্রেফতার, বড় ষড়যন্ত্রের আভাস
মালদহের ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে স্বপন শর্মা নামে আরও এক অভিযুক্তকে। স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা ছিল।
গত ২ জানুয়ারি দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। ঘটনার তদন্তে উঠে এসেছে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ। নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালের পুরসভা ভোটে দুলাল সরকারের সঙ্গে তাঁর গোষ্ঠীর দ্বন্দ্ব চরমে ওঠে। তৎকালীন পুরসভা নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডে তিওয়ারির স্ত্রী পরাজিত হন এবং বিজেপি জয়লাভ করে, যার পেছনে দুলাল সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ।
তদন্তের অংশ হিসেবে নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ এবং অখিলেশ তিওয়ারিকে গতকাল ইংরেজবাজার থানায় তলব করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথ ও স্বপন শর্মাকে গ্রেফতার করা হয়। পুলিশের মতে, দুলাল সরকার খুনের পেছনে এই দ্বন্দ্বের যোগসূত্র থাকতে পারে।
পুলিশ এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দু’জন বিহারের এবং তিনজন ইংরেজবাজারের বাসিন্দা। তবে আরও দুই অভিযুক্ত এখনও পলাতক।
পুলিশি তলবের আগে নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ জানান, “আমরা এই ঘটনায় জড়িত নই। আমাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমরা তদন্তে পুরো সহযোগিতা করছি।”
পুলিশের ধারণা, পুরসভা নির্বাচনের পুরনো বিবাদ এবং দুলাল সরকারের বিরুদ্ধে তিওয়ারি গোষ্ঠীর অসন্তোষই এই খুনের পেছনে মূল কারণ। তদন্ত আরও এগোলে বেরিয়ে আসতে পারে নতুন তথ্য।