Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: ডজনেরও বেশি সুযোগ নষ্ট করে জামশেদপুরের কাছে পয়েন্ট খোয়াল মোহনবাগান

আইএসএল ২০২৪-২৫: ডজনেরও বেশি সুযোগ নষ্ট করে জামশেদপুরের কাছে পয়েন্ট খোয়াল মোহনবাগান

শেষ ১০টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে, ২টি ড্র করে ও ১টি হেরে শীর্ষেই থাকল সবুজ-মেরুন।

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ১ (শুভাশিস বোস) জামশেদপুর এফসি: ১ (স্টিফেন এজে)  

জামশেদপুর: প্রথমার্ধে সুযোগ পেয়েছিল আটটা, দ্বিতীয়ার্ধেও আটটা। কিন্তুন প্রায় সব সুযোগই হাতছাড়া হল। এল মাত্র ১টা গোল। সেই গোলে এগিয়ে থাকাও ধরে রাখতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ পর্যন্ত ১-১ গোলে জামশেদপুর এফসির সঙ্গে ম্যাচ অমীমাংসিত রাখল তারা।

শুক্রবার ম্যাচের ২৫ মিনিটে গোল করে এগিয়ে যায় সবুজ-মেরুন বাহিনী। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ম্যাচে স্টিফেন এজের গোলে সমতা ফেরায় জামশেদপুর। এই ম্যাচে পয়েন্ট খোয়ালেও মোহনবাগান লিগ টেবিলের শীর্ষ স্থানেই থাকল। ১৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। আর সবুজ-মেরুনের সঙ্গে ড্র করে জামশেদপুর উঠে এল দ্বিতীয় স্থানে। ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট।

সারা ম্যাচে মোহনবাগান ১৬টি সুযোগ পেয়েছিল গোল করার। তার মধ্যে শট নিতে পেরেছিল ১৩টি ক্ষেত্রে। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। কিন্তু তা থেকে মাত্র একটি গোল করতে পারে তারা। প্রতিপক্ষকে মোহনবাগান পাঁচটির বেশি শট নিতে দেয়নি, যার মধ্যে একটি ছিল লক্ষ্যে এবং সেটি থেকেই গোল পেয়ে যায় ইস্পাতনগরীর দল।

ম্যাচের ২টি গোল

২৫ মিনিটের মাথায় কর্নার থেকে গোল পায় মোহনবাগান। ডান দিক থেকে নেওয়া কামিংসের কর্নার কিক পৌঁছে যায় দ্বিতীয় পোস্টের সামনে। সেই বল হেড করে টম অলড্রেড পৌঁছে দেন ছ’গজের বক্সে থাকা শুভাশিস বোসের কাছে। শুভাশিসের পায়ের টোকায় বল ঢুকে যায় জামশেদপুরের গোলে।

৬০ মিনিটের মাথায় গোল করে ম্যাচে সমতা আনেন নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন এজে। সেন্টার লাইনের পিছনে বল পেয়ে দ্রুত দৌড়তে থাকেন এজে। একে একে আশিস, রড্রিগুয়েজ, আপুইয়াদের ফাঁকি দিয়ে সোজা ঢুকে পড়েন বক্সে। তার পর মোহনবাগানের গোলে শট। ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত থাকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।