Homeখবররাজ্যনতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার...

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

প্রকাশিত

সীমান্তের কাছাকাছি বাগানে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে চাঞ্চল্যকরভাবে পাওয়া গিয়েছে পুরনো বাঙ্কার এবং নিষিদ্ধ কাশির সিরাপের বিশাল মজুত। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধারঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের কাছে বিএসএফের অভিযান চালিয়ে অন্তত ১.৫ কোটি টাকার কাশির সিরাপ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

দুই পুরনো বাঙ্কার, পাচারের বড় পরিকল্পনা

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ দু’বিঘা জমি জুড়ে তল্লাশি শুরু করে। জমিটির মালিকের খোঁজ এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে একটি বড় লোহার বাঙ্কার খুঁজে পাওয়া যায়, যা প্রায় ১০ ফুট চওড়া, ১৫ ফুট লম্বা এবং ৮ ফুট উঁচু। পরে আরও দুটি তুলনামূলক ছোট বাঙ্কার উদ্ধার করা হয়।

বাঙ্কারগুলো খুলতেই বেরিয়ে আসে কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। পাচারকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে সিরাপগুলো পাচারের পরিকল্পনা করেছিল বলে ধারণা করা হচ্ছে।

বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান

ঘটনাস্থলে উপস্থিত বিএসএফ ৩২ ব্যাটেলিয়নের কম্যান্ড্যান্ট সুজিত কুমার বলেন, “এ পর্যন্ত যা উদ্ধার হয়েছে তা ৫ গাড়ি বোঝাই হতে পারে। আরও তল্লাশি চলছে।” এদিকে, কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল জানিয়েছেন, “নিষিদ্ধ কাশির সিরাপের মূল্য কোটি টাকার বেশি। পাচার রোধে তদন্ত চলছে।”

কী এই নিষিদ্ধ কাশির ওষুধ

নিষিদ্ধ কাশির ওষুধ, যেমন ফেনসিডিল, মূলত কাশি নিরাময়ের জন্য ব্যবহৃত হলেও, এতে থাকা কোডিন ফসফেটের মতো উপাদান নেশা সৃষ্টিতে সক্ষম। কোডিন ফসফেট একটি মাদকজাতীয় উপাদান, যা সেবনের পর মস্তিষ্কে উত্তেজনা ও সুখানুভূতি সৃষ্টি করে। ফলে, অনেকেই এই সিরাপকে নেশার উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। সাধারণত, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে এই সিরাপ সেবন করা হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ভারত-বাংলাদেশ সীমান্তে কাশির সিরাপ পাচারের ইতিহাস

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে। সম্প্রতি, মালদার গাজোল থানা এলাকায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়, যা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল।

এছাড়া, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়ও নিষিদ্ধ কাশির সিরাপের চক্র সক্রিয় রয়েছে। মালদহ, গঙ্গারামপুরের দিক থেকে কাশির সিরাপ শিলিগুড়িতে আসছে এবং সেখান থেকে বিভিন্ন উপায়ে পাচার করা হচ্ছে। বাস, গাড়ি, ট্রেন এমনকি কার্টনের মধ্যে লুকিয়ে এই সিরাপ পরিবহন করা হয়।

নতুন নতুন পদ্ধতিতে পাচার

সীমান্ত এলাকায় নিষিদ্ধ কাশির সিরাপের পাচার রোধে বিএসএফ ও পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিরাপ উদ্ধার এবং পাচারকারীদের গ্রেফতার করা হচ্ছে। তবে, পাচারকারীরা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করায় তাদের আটকানো বেশ কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিএসএফ কর্তারা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।