Homeখবররাজ্যনতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার...

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

প্রকাশিত

সীমান্তের কাছাকাছি বাগানে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে চাঞ্চল্যকরভাবে পাওয়া গিয়েছে পুরনো বাঙ্কার এবং নিষিদ্ধ কাশির সিরাপের বিশাল মজুত। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধারঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের কাছে বিএসএফের অভিযান চালিয়ে অন্তত ১.৫ কোটি টাকার কাশির সিরাপ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

দুই পুরনো বাঙ্কার, পাচারের বড় পরিকল্পনা

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ দু’বিঘা জমি জুড়ে তল্লাশি শুরু করে। জমিটির মালিকের খোঁজ এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে একটি বড় লোহার বাঙ্কার খুঁজে পাওয়া যায়, যা প্রায় ১০ ফুট চওড়া, ১৫ ফুট লম্বা এবং ৮ ফুট উঁচু। পরে আরও দুটি তুলনামূলক ছোট বাঙ্কার উদ্ধার করা হয়।

বাঙ্কারগুলো খুলতেই বেরিয়ে আসে কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। পাচারকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে সিরাপগুলো পাচারের পরিকল্পনা করেছিল বলে ধারণা করা হচ্ছে।

বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান

ঘটনাস্থলে উপস্থিত বিএসএফ ৩২ ব্যাটেলিয়নের কম্যান্ড্যান্ট সুজিত কুমার বলেন, “এ পর্যন্ত যা উদ্ধার হয়েছে তা ৫ গাড়ি বোঝাই হতে পারে। আরও তল্লাশি চলছে।” এদিকে, কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল জানিয়েছেন, “নিষিদ্ধ কাশির সিরাপের মূল্য কোটি টাকার বেশি। পাচার রোধে তদন্ত চলছে।”

কী এই নিষিদ্ধ কাশির ওষুধ

নিষিদ্ধ কাশির ওষুধ, যেমন ফেনসিডিল, মূলত কাশি নিরাময়ের জন্য ব্যবহৃত হলেও, এতে থাকা কোডিন ফসফেটের মতো উপাদান নেশা সৃষ্টিতে সক্ষম। কোডিন ফসফেট একটি মাদকজাতীয় উপাদান, যা সেবনের পর মস্তিষ্কে উত্তেজনা ও সুখানুভূতি সৃষ্টি করে। ফলে, অনেকেই এই সিরাপকে নেশার উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। সাধারণত, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে এই সিরাপ সেবন করা হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ভারত-বাংলাদেশ সীমান্তে কাশির সিরাপ পাচারের ইতিহাস

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে। সম্প্রতি, মালদার গাজোল থানা এলাকায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়, যা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল।

এছাড়া, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়ও নিষিদ্ধ কাশির সিরাপের চক্র সক্রিয় রয়েছে। মালদহ, গঙ্গারামপুরের দিক থেকে কাশির সিরাপ শিলিগুড়িতে আসছে এবং সেখান থেকে বিভিন্ন উপায়ে পাচার করা হচ্ছে। বাস, গাড়ি, ট্রেন এমনকি কার্টনের মধ্যে লুকিয়ে এই সিরাপ পরিবহন করা হয়।

নতুন নতুন পদ্ধতিতে পাচার

সীমান্ত এলাকায় নিষিদ্ধ কাশির সিরাপের পাচার রোধে বিএসএফ ও পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিরাপ উদ্ধার এবং পাচারকারীদের গ্রেফতার করা হচ্ছে। তবে, পাচারকারীরা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করায় তাদের আটকানো বেশ কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিএসএফ কর্তারা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।