Homeখবররাজ্য২৬ হাজার চাকরি বাতিল মামলায় নতুন করে পরীক্ষার দাবি বিকাশের, 'অমানবিক' বলছেন...

২৬ হাজার চাকরি বাতিল মামলায় নতুন করে পরীক্ষার দাবি বিকাশের, ‘অমানবিক’ বলছেন চাকরিপ্রাপকরা

প্রকাশিত

২৬ হাজার চাকরি বাতিল মামলার চূড়ান্ত শুনানি এগিয়ে আসছে, আর সেই সঙ্গে জটিল হয়ে উঠছে যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণের প্রশ্ন। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে মামলার শুনানি হয়। এদিন মামলাকারীদের বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে বিস্তারিত আলোচনা করেন প্রধান বিচারপতি।

মামলাকারীদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম। বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রস্তাব দেন, নতুন করে পরীক্ষা নেওয়া হোক, যাতে প্রকৃত যোগ্য প্রার্থীরা নির্বাচিত হতে পারেন। তাঁর দাবি, ২০১৬ সালের পরীক্ষায় যারা বসেছিলেন, তাঁদের আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া উচিত, এমনকি যদি বয়সসীমা অতিক্রান্ত হয়, তবুও। তাঁর মতে, যোগ্য ও অযোগ্যদের পৃথক করা এখন প্রায় অসম্ভব।

কিন্তু, যাঁরা নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে দাবি করছেন, তাঁরা বলছেন, দীর্ঘদিন ধরে তাঁরা চাকরি করছেন, আর সরকারের ব্যর্থতার কারণে নতুন করে তাঁদের পরীক্ষা দিতে বাধ্য করা অন্যায্য ও অমানবিক।

আইনজীবী ফিরদৌস শামিম আদালতে বলেন, “প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর চারবার কাউন্সেলিং হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।” তিনি আরও অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে, নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ করা হয়েছে। মামলাকারীদের তরফে এসএসসি-র বিরুদ্ধে ৫০০ কোটি টাকা জরিমানার দাবি জানানো হয়।

এই মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। ওইদিন রাজ্য সরকার ও এসএসসি-র বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি চূড়ান্ত রায় দেবেন। সুপ্রিম কোর্টের এই রায়ের ওপর নির্ভর করছে ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ।

প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিয়েছিল এবং ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছিল। এর ফলে প্রায় ২৬ হাজার চাকরি পাওয়া প্রার্থী চাকরি হারান। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে, যার চূড়ান্ত নিষ্পত্তির দিকেই এখন নজর সকলের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।