Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনের 'মিনি সুন্দরবন' ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, পর্যটকদের কাছে নতুন আকর্ষণ

সুন্দরবনের ‘মিনি সুন্দরবন’ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, পর্যটকদের কাছে নতুন আকর্ষণ

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এ বছর সুন্দরবনের ‘মিনি সুন্দরবন’-এ ভিড় ব্যাপকভাবে বেড়ে গেছে। নতুন পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থানের কারণে পর্যটকদের আকর্ষণ বেড়েছে। একদিকে কুলতলি আর অন্যদিকে ঝড়খালি – এই দুই এলাকা পর্যটকদের মধ্যে বেশ চাহিদা বাড়াচ্ছে। মাঝের মাতলা নদী পার হয়ে গেলে সুন্দরবনের আসল স্বাদ পাওয়া যায়, যা পর্যটকদের মন জয় করে।

মাতলা নদীর পাশাপাশি নদীর একটি শাখা হেরোভাঙাও আছে, যার পাড় থেকে ঘন জঙ্গল এই এলাকার মায়া বাড়িয়ে তুলছে। এখানে টাইগার রেসকিউ সেন্টার রয়েছে, যেখানে ধরা পড়া বাঘদের স্বাস্থ্য পরীক্ষা করে পরে ছেড়ে দেওয়া হয়। ওই সেন্টারের কাছ থেকে বাঘের গর্জনও শোনা যায়। এছাড়া, ঝড়খালির কাছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার এবং দোবাঁকির জঙ্গলে হেঁটে ঘোরার সুযোগ রয়েছে।

কলকাতা থেকে সরাসরি ঝড়খালিতে পৌঁছানোর সুবিধাও এই এলাকার জনপ্রিয়তার অন্যতম কারণ। মাত্র ১০৫ কিলোমিটার দূরে থাকায় গাড়িতে যাওয়াতে বেশ সময় লাগে না। তাছাড়া, ঝড়খালির আশেপাশের গ্রামের কারিগরদের তৈরি উলু ঘাস দিয়ে তৈরি ঝুড়ি, বাস্কেট, হাতপাখা, টুপি এবং নানা ধরনের ব্যাগ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

এছাড়া, বনিক্যাম্প, নেতাধোপানি ওয়াচ টাওয়ার ও সূর্যমণি দ্বীপের মতো কম ভিড়ের স্থানে ঘুরে দেখার সুযোগ রয়েছে। প্রকৃতির সান্নিধ্য, বাংলার প্রত্যন্ত অঞ্চলের জীবনযাত্রা দেখে পর্যটকদের মন ভরে ওঠে। কাছাকাছি জলগোপালপুরে প্রত্নতত্ত্ব সংগ্রহশালাও পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে।

এই সব সুবিধার কারণে এবছরের শীতে মিনি সুন্দরবনের জনপ্রিয়তা ক্রমশ বেড়ে যাচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।