Homeখবরদেশনিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের

নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের

প্রকাশিত

নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল ভারতীয় রেল। এছাড়া গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

শনিবার দুপুর থেকেই প্রয়াগরাজের ট্রেনের জন্য নিউ দিল্লি স্টেশনে চাহিদা ছিল প্রচুর। একটি রিপোর্টে দাবি, রাতে চাহিদা এত বেড়ে গিয়েছিল যে, প্রতি ঘণ্টায় ১৫০০ করে জেনারেল টিকিট বিক্রি করা হচ্ছিল।

শনিবার রাত ৯টা নাগাদ নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন। অতিরিক্ত ভিড়ের কারণে ওভারব্রিজ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের চলন্ত সিঁড়ির কাছে ধাক্কাধাক্কির জেরে অনেকে মাটিতে পড়ে যান। এর জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের।

প্রথমে দুর্ঘটনার কথা স্বীকার না করা হলেও পরে এলএনজেপি হাসপাতালের তরফে নিশ্চিত করা হয় যে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে, পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮-তে।

সূত্রের খবর, দুর্ঘটনার সময় স্টেশনে আরপিএফের উপস্থিতি ছিল না। গুজব ছড়ায় যে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, ফলে যাত্রীরা একসঙ্গে ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভিড় জমাতে শুরু করেন। পরে ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার ঘোষণার পর ফের ছুটোছুটি শুরু হয়, আর তখনই ঘটে বিপর্যয়।

রেলওয়ে পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা জানিয়েছেন, “প্রয়াগরাজ এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, সেই সময় ভিড় ছিল তুঙ্গে। পাশাপাশি, স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসও দেরিতে চলছিল, ফলে ওই দুই ট্রেনের যাত্রীরাও ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।”

তাঁর মতে, প্রতি ঘণ্টায় কুম্ভগামী ট্রেনে ১৫০০-এর বেশি সাধারণ টিকিট বিক্রি হয়েছিল, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদপিষ্টের ঘটনা ঘটে।

ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করার দাবি উঠেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন: নিউ দিল্লি রেল স্টেশনে কুম্ভ পুণ্যার্থীদের ভিড়, হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১৮, কী ভাবে ঘটল দুর্ঘটনা?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।