Homeশিল্প-বাণিজ্যপিএনবি-র ঋণে সুদের হার পরিবর্তন, ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর

পিএনবি-র ঋণে সুদের হার পরিবর্তন, ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর

প্রকাশিত

পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) নিজেদের খুচরো ঋণে সুদের হার সংশোধন করেছে। নতুন এই সুদের হার ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে। ব্যাংকের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আরও প্রতিযোগিতামূলক আর্থিক পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গৃহঋণে কী পরিবর্তন হয়েছে?

পিএনবি গৃহঋণ বা হোম লোনে নতুন সুদের হার বার্ষিক ৮.১৫ শতাংশ থেকে শুরু হচ্ছে। গ্রাহকরা ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার উপর কোনো আগাম পরিশোধের জরিমানা, প্রসেসিং চার্জ বা নথিপত্র সংক্রান্ত চার্জ নেই। এছাড়া, পিএনবি ডিজি হোম লোন প্রকল্পের মাধ্যমে অনলাইনে সহজেই গৃহঋণ পাওয়া যাবে। তরুণ পেশাদারদের জন্য পিএনবি জেন-নেক্সট হোম লোন স্কিম চালু করা হয়েছে, যেখানে সর্বাধিক ১.২৫ গুণ পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ঋণ নেওয়া যাবে এবং পরিশোধের মেয়াদ হবে ৩০ বছর পর্যন্ত।

উচ্চ আয়ের চাকরিজীবীদের জন্য পিএনবি ম্যাক্স সেভার হোম লোন স্কিম চালু হয়েছে, যা ৮.৩০ শতাংশ হারে ওভারড্রাফট সুবিধার সঙ্গে পাওয়া যাবে। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সমস্ত গৃহঋণে প্রসেসিং এবং ডকুমেন্ট চার্জ মকুব করা হয়েছে।

গাড়ির ঋণে কী পরিবর্তন হয়েছে?

পিএনবি গাড়ির ঋণের নতুন সুদের হার ন্যূনতম ৮.৫০ শতাংশ ধার্য করা হয়েছে। অনলাইনে আবেদনকারীদের জন্য পিএনবি ডিজি কার লোন প্রকল্পে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে, যেখানে প্রতি লক্ষ টাকার জন্য মাসিক কিস্তি (ইএমআই) হবে ১,২৪০ টাকা। পরিবেশবান্ধব গাড়ি কেনার ক্ষেত্রে পিএনবি গ্রিন কার লোন প্রকল্পের আওতায় অতিরিক্ত ০.০৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

শিক্ষা ঋণে কী পরিবর্তন হয়েছে?

উচ্চ শিক্ষার জন্য পিএনবি-র শিক্ষা ঋণ এখন বার্ষিক ৭.৮৫ শতাংশ সুদে পাওয়া যাবে। পিএনবি সরস্বতী এবং পিএনবি উড়ান প্রকল্পের মাধ্যমে দেশ-বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের ৯ শতাংশ হারে ঋণ দেওয়া হচ্ছে, যেখানে কোনো প্রসেসিং চার্জ লাগবে না।

ব্যক্তিগত ঋণ ও ওভারড্রাফট সুবিধায় কী পরিবর্তন এসেছে?

পিএনবি এখন ১১.২৫ শতাংশ বার্ষিক সুদে প্রি-অ্যাপ্রুভড পার্সোনাল লোন প্রদান করছে। পিএনবি স্বাগত প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দ্রুত অনুমোদনের জন্য ওটিপি-ভিত্তিক সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া, স্থায়ী আমানতের উপর ওভারড্রাফট সুবিধাও চালু রয়েছে, যেখানে আগাম অর্থ তোলার জন্য অতিরিক্ত কোনো জরিমানা দিতে হবে না।

কীভাবে বিস্তারিত তথ্য পাওয়া যাবে?

পিএনবি-র ঋণ প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাংকের শাখাগুলিতে বা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া, গ্রাহক পরিষেবা টিমের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।