ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (MSIL) ফের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিল। সোমবার, ১৭ মার্চ সংস্থা জানায়, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে তাদের গাড়ির দাম ৪% পর্যন্ত বাড়বে। মূলত উৎপাদন খরচ ও পরিচালন ব্যয়ের ঊর্ধ্বগতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
এটি চলতি বছরে মারুতি সুজুকির তৃতীয় মূল্যবৃদ্ধি। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সংস্থা গাড়ির দাম বাড়িয়েছিল। জানুয়ারিতে ৪% পর্যন্ত মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছিল ডিসেম্বরে, আর ফেব্রুয়ারিতেও ১% থেকে ৪% পর্যন্ত দাম বাড়ানো হয়।
কেন দাম বাড়াচ্ছে মারুতি সুজুকি?
একটি নিয়ন্ত্রক নথিতে মারুতি সুজুকি জানিয়েছে, গাড়ির দাম মডেল ভেদে পরিবর্তিত হবে। সংস্থা উৎপাদন ব্যয় কমাতে অভ্যন্তরীণ কর্মদক্ষতা বৃদ্ধি ও খরচ নিয়ন্ত্রণের নানা পদক্ষেপ নিয়েছে। তবে, ক্রমাগত বাড়তে থাকা কাঁচামালের দাম এবং সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের কারণে কিছুটা মূল্যবৃদ্ধির বোঝা এবার গ্রাহকদের উপর চাপানো ছাড়া আর উপায় নেই বলে জানায় সংস্থা।
মারুতি সুজুকির এক্সিকিউটিভ অফিসার ও কোম্পানি সেক্রেটারি সঞ্জীব গ্রোভার বলেন, “সংস্থা সবসময় খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করে, যাতে গ্রাহকদের উপর কম প্রভাব পড়ে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছুটা মূল্যবৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই।”
অন্যান্য সংস্থারও একই পদক্ষেপ
শুধু মারুতি সুজুকি নয়, সাম্প্রতিক সময়ে অন্যান্য গাড়ি নির্মাতা সংস্থাও কাঁচামালের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে মূল্যবৃদ্ধির পথে হাঁটছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, এবং সরবরাহ ব্যবস্থার সমস্যা গাড়ি শিল্পকে প্রভাবিত করছে বলে বিশেষজ্ঞদের মত।
স্টক মার্কেটে প্রভাব
মূল্যবৃদ্ধির ঘোষণার পরেই শেয়ারবাজারে মারুতি সুজুকির শেয়ারের দাম বেড়েছে। সোমবার সংস্থার শেয়ার ১.৯% বেড়ে ₹১১,৭৩২-তে পৌঁছেছে। যদিও এটি এখনও সংস্থার সর্বোচ্চ রেকর্ড ₹১৩,৬৮০-এর তুলনায় ১৫% কম।
মারুতি সুজুকির তরফে জানানো হয়েছে, সংস্থা গ্রাহকদের জন্য মানসম্মত ও মূল্যসাশ্রয়ী গাড়ি সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে প্রতিনিয়ত কাজ করে চলেছে। তবে বর্তমান বাজার পরিস্থিতির কারণে দাম সামান্য বাড়ানো হয়েছে, যা সংস্থার টেকসই কার্যক্রম বজায় রাখতে সহায়ক হবে।