Homeবিজ্ঞানচন্দ্রযান-৫ মিশনের অনুমোদন দিল কেন্দ্র, জানালেন ইসরো প্রধান

চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন দিল কেন্দ্র, জানালেন ইসরো প্রধান

প্রকাশিত

সম্প্রতি চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, ২০৪০ সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশযান অবতরণের লক্ষ্যের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি, ২০৩৫ সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন প্রতিষ্ঠার দায়িত্বও ইসরোকে দেওয়া হয়েছে।

এক সংবর্ধনা অনুষ্ঠানে ইসরোর ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে ইসরো চেয়ারম্যান জানান, “অনেক প্রকল্প রয়েছে। চন্দ্রযান-৪ চাঁদে অবতরণ করে নমুনা সংগ্রহ করবে। তিন দিন আগে চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ৩৫০ কেজি ওজনের একটি রোভার থাকবে। জাপান ও ভারত যৌথভাবে এই মিশনে কাজ করছে।”

ইসরো ইতিমধ্যেই তিনটি চন্দ্রযান মিশন সফলভাবে সম্পন্ন করেছে। যার মধ্যে সর্বশেষ চন্দ্রযান-৩ নিরাপদভাবে চাঁদে অবতরণ করে। গত বছর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছিলেন, সরকার চন্দ্রযান-৪ মিশন অনুমোদন করেছে, যা চাঁদে সফলভাবে অবতরণ ও নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরার প্রযুক্তি প্রদর্শন করবে।

চন্দ্রযান-৫ তথা লুপেক্স (LuPEX) মিশন পরিকল্পিত হয়েছে উন্নত ক্ষমতাসম্পন্ন ল্যান্ডার প্রযুক্তি প্রদর্শনের জন্য, যা ভবিষ্যতের চাঁদে অবতরণ, এমনকি মানব অভিযানের জন্যও গুরুত্বপূর্ণ।

২০৩৫ সালের মধ্যে “ভারতীয় মহাকাশ স্টেশন” স্থাপনের পরিকল্পনাও ঘোষণা করেছে ভারত। ইসরো প্রধান জানান, “আমরা আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা করছি এবং সরকার চাইছে যে ভারতীয় নভোচারীরা ভারতীয় রকেটে চাঁদে গিয়ে ফিরে আসুক।”

তিনি জানান, চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পর ইসরোর বিজ্ঞানীরা গভীর হতাশার মধ্যে পড়েছিলেন। তাঁর কথায়, “বহু বছরের কঠোর পরিশ্রম যেন বিফলে গেল বলে মনে হয়েছিল”।

তিনি আরও বলেন, “আমরা এখন পর্যন্ত ১৩১টি উপগ্রহ নকশা করে উৎক্ষেপণ করেছি এবং সেগুলি সার্কভুক্ত দেশগুলিকেও দিয়েছি। মাত্র ৩৪ দিনের মধ্যে আমরা এমন সাফল্য অর্জন করেছি, যা অন্য কোনো দেশ পারেনি। গত দশ বছরে আমরা আমাদের মাটি থেকে ৪৩৩টি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছি, যার ৯০ শতাংশ সাফল্যের হার রয়েছে। চন্দ্রযান-২ শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় আমাদের খুব খারাপ লেগেছিল।”

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, ইসরো বাণিজ্যিক ভিত্তিতে ৩৯৩টি বিদেশি এবং তিনটি ভারতীয় গ্রাহক উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ভারত ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, ইজরায়েল-সহ ৩৪টি দেশের উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।