Homeশিক্ষা ও কেরিয়ার‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম অ্যাপ’ চালু হয়ে গেল, কী সুবিধা মিলবে এই অ্যাপে

‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম অ্যাপ’ চালু হয়ে গেল, কী সুবিধা মিলবে এই অ্যাপে

প্রকাশিত

সোমবার নয়াদিল্লির নতুন সংসদ ভবন থেকে ‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম অ্যাপ’ চালু করলেন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে যুব সমাজ তাদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন কোর্স করছে, আর শিল্পক্ষেত্রও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্সসহ নানা নতুন প্রযুক্তির মাধ্যমে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, চাকরির সুযোগ বৃদ্ধি এবং চাকরিপ্রার্থীদের পাশাপাশি নিয়োগকর্তাদের সহযোগিতা করার জন্য পাঁচটি পৃথক স্কিম চালু করা হয়েছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী যথাযথভাবে উপলব্ধি করেছেন যে আমাদের যুবসমাজ বিভিন্ন কোর্সের মাধ্যমে দক্ষতা অর্জন করছে, কিন্তু শিল্পক্ষেত্রে চাহিদার সঙ্গে সেই দক্ষতার পুরোপুরি মিল নেই। শিল্পপ্রতিষ্ঠানগুলো এআই, রোবটিক্সসহ নানা অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করছে। নতুন নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে তারা নির্দিষ্ট দক্ষতা প্রত্যাশা করে, যা অনেক ক্ষেত্রেই ঘাটতি থাকে। তাই চাকরির সুযোগ বৃদ্ধি, চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের সহায়তা দিতে পাঁচটি নতুন স্কিম চালু করা হয়েছে।”

২০২৪-২৫ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের (PMIS) প্রথম দফায় ২৮,১৪১ প্রার্থী ইন্টার্নশিপের অফার গ্রহণ করেছেন। দ্বিতীয় দফা, যা জানুয়ারিতে শুরু হয়েছে, এর মাধ্যমে ৩০০টিরও বেশি কোম্পানিতে ১ লক্ষের বেশি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে, যার লক্ষ্য ২০২৪-২৫ সালে মোট ১.২৫ লক্ষ ইন্টার্নশিপ প্রদান করা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে,পরবর্তী পাঁচ বছরে এই প্রকল্পটি দেশের শীর্ষ ৫০০টি কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ১ কোটি তরুণকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।

ইন্টার্নরা প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতা পাবেন, এককালীন ৬,০০০ টাকা আনুষঙ্গিক খরচের অনুদান পাবেন এবং ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ ও ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’র আওতায় বিমা সুবিধা পাবেন।

এই স্কিমে যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে এবং মাধ্যমিক (১০ম), উচ্চমাধ্যমিক (১২ম) উত্তীর্ণ হওয়ার পাশাপাশি স্নাতক ডিগ্রি, আইটিআই ডিপ্লোমা বা অন্য কোনো প্রযুক্তিগত যোগ্যতা থাকতে হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।