Homeশিক্ষা ও কেরিয়ার‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম অ্যাপ’ চালু হয়ে গেল, কী সুবিধা মিলবে এই অ্যাপে

‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম অ্যাপ’ চালু হয়ে গেল, কী সুবিধা মিলবে এই অ্যাপে

প্রকাশিত

সোমবার নয়াদিল্লির নতুন সংসদ ভবন থেকে ‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম অ্যাপ’ চালু করলেন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে যুব সমাজ তাদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন কোর্স করছে, আর শিল্পক্ষেত্রও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্সসহ নানা নতুন প্রযুক্তির মাধ্যমে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, চাকরির সুযোগ বৃদ্ধি এবং চাকরিপ্রার্থীদের পাশাপাশি নিয়োগকর্তাদের সহযোগিতা করার জন্য পাঁচটি পৃথক স্কিম চালু করা হয়েছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী যথাযথভাবে উপলব্ধি করেছেন যে আমাদের যুবসমাজ বিভিন্ন কোর্সের মাধ্যমে দক্ষতা অর্জন করছে, কিন্তু শিল্পক্ষেত্রে চাহিদার সঙ্গে সেই দক্ষতার পুরোপুরি মিল নেই। শিল্পপ্রতিষ্ঠানগুলো এআই, রোবটিক্সসহ নানা অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করছে। নতুন নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে তারা নির্দিষ্ট দক্ষতা প্রত্যাশা করে, যা অনেক ক্ষেত্রেই ঘাটতি থাকে। তাই চাকরির সুযোগ বৃদ্ধি, চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের সহায়তা দিতে পাঁচটি নতুন স্কিম চালু করা হয়েছে।”

২০২৪-২৫ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের (PMIS) প্রথম দফায় ২৮,১৪১ প্রার্থী ইন্টার্নশিপের অফার গ্রহণ করেছেন। দ্বিতীয় দফা, যা জানুয়ারিতে শুরু হয়েছে, এর মাধ্যমে ৩০০টিরও বেশি কোম্পানিতে ১ লক্ষের বেশি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে, যার লক্ষ্য ২০২৪-২৫ সালে মোট ১.২৫ লক্ষ ইন্টার্নশিপ প্রদান করা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে,পরবর্তী পাঁচ বছরে এই প্রকল্পটি দেশের শীর্ষ ৫০০টি কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ১ কোটি তরুণকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।

ইন্টার্নরা প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতা পাবেন, এককালীন ৬,০০০ টাকা আনুষঙ্গিক খরচের অনুদান পাবেন এবং ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ ও ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’র আওতায় বিমা সুবিধা পাবেন।

এই স্কিমে যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে এবং মাধ্যমিক (১০ম), উচ্চমাধ্যমিক (১২ম) উত্তীর্ণ হওয়ার পাশাপাশি স্নাতক ডিগ্রি, আইটিআই ডিপ্লোমা বা অন্য কোনো প্রযুক্তিগত যোগ্যতা থাকতে হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।