Homeখবররাজ্যভিক্টোরিয়া দেখা যাবে ঘরের জানলা থেকে! উদ্বোধনের অপেক্ষায় পিজি-র ‘বাজেট হাসপাতাল

ভিক্টোরিয়া দেখা যাবে ঘরের জানলা থেকে! উদ্বোধনের অপেক্ষায় পিজি-র ‘বাজেট হাসপাতাল

প্রকাশিত

একদিকে রাজ্যের সেরা চিকিৎসকদের পরিষেবা, অন্যদিকে পাঁচতারা প্রাইভেট হাসপাতালের মতো স্বাচ্ছন্দ্য—তাও আবার একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে! পুজোর আগেই উদ্বোধন হতে চলেছে এসএসকেএম হাসপাতালের চত্বরে নবনির্মিত ‘বাজেট হাসপাতাল’। এই দশতলা অত্যাধুনিক ভবনটি এক নজরে নজর কাড়বে তার অবস্থান এবং সুযোগ-সুবিধার জন্য।

নতুন এই হাসপাতালের প্রতিটি দিকেই চমক। মায়ের উড়ালপুল সংলগ্ন এই বহুতলের একাধিক কেবিন থেকে সরাসরি দেখা যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য। শুধু দৃষ্টিনন্দন দৃশ্যই নয়, হাসপাতালটি পাবে প্রথম শ্রেণির চিকিৎসা পরিষেবাও। থাকছে আধুনিক ওয়ার্ড, আইসিইউ, এইচডিইউ এবং রিকভারি বেড।

সূত্রের খবর, প্রথম ধাপে এই হাসপাতালের চারটি তলা পুজোর আগেই চালু করে দেওয়া হবে। এরপর ধাপে ধাপে খুলে যাবে বাকি অংশ। সর্বোচ্চ তলায় থাকছে ৮টি ভিআইপি সুইট, বাকি তলাগুলিতে ১০২টি কেবিন, ৫টি এইচডিইউ এবং ১৬টি আইসিইউ বেড সহ মোট ১৩১টি বেড।

উল্লেখযোগ্য বিষয় হল, এই হাসপাতালটি তৈরি হয়েছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে। এর আগে পিজি-র উডবার্ন ওয়ার্ডেও এই মডেল প্রয়োগ করে রাজ্য সরকার উল্লেখযোগ্য সফলতা পেয়েছে। রাজ্যে দীর্ঘদিন ধরে থাকা ‘ভিআইপি-কেন্দ্রিক চিকিৎসা’-র ধারণা ভেঙে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। সেই একই মডেল অনুসরণ করেই এই নতুন বাজেট হাসপাতালের ভাবনা।

২০২৩ সালের ২৩ নভেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এখন তা প্রায় সম্পূর্ণ। নতুন হাসপাতালের সঙ্গে তাল মিলিয়ে সম্প্রসারিত হচ্ছে প্রাচীন উডবার্ন ওয়ার্ডও। বর্তমানে সেখানে ৩৬টি কেবিন রয়েছে, যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৬০-এ। সব মিলিয়ে পিজি-তে কেবিনের সংখ্যা হতে চলেছে প্রায় ২০০।

যদিও এই নতুন বাজেট হাসপাতালের কেবিনের ভাড়া এখনো ঠিক হয়নি, তবে উডবার্নের ভাড়ার কাছাকাছিই হতে পারে বলে পিজি-র এক কর্তা জানিয়েছেন।

এই ‘বাজেট হাসপাতাল’ প্রকল্প শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ থাকবে না। রাজ্য সরকারের লক্ষ্য, জেলার বিভিন্ন জায়গায় জমি চিহ্নিত করে একই ধরনের হাসপাতাল তৈরি করা।

মধ্যবিত্তের নাগালে অত্যাধুনিক পরিষেবা—এই ভাবনা সফল হলে চিকিৎসাক্ষেত্রে রাজ্যে এক নতুন দিশা তৈরি হতে পারে বলেই মত স্বাস্থ্য মহলের।

পড়ুন: নির্মাণে স্বচ্ছতা আনতে কিউআর কোড, স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বে সর্বাধিক যক্ষ্মা রোগী ভারতে, তবুও সংক্রমণ কমেছে ২১% — WHO-র গ্লোবাল টিবি রিপোর্টে মিশ্র চিত্র

WHO-র টিবি রিপোর্টে উঠে এসেছে, বিশ্বে সর্বাধিক যক্ষ্মা রোগী ভারতের। তবে গত ৯ বছরে টিবি সংক্রমণ কমেছে ২১%। চিকিৎসা কভারেজ, মৃত্যুহার হ্রাস এবং TB Mukt Bharat অভিযানেও অগ্রগতির ছবি উঠে এসেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

লালকেল্লার কাছে বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলাই, জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী হামলাই। বুধবার এক জরুরি বৈঠকে...

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যেও চ্যাম্পিয়ন বেবিকর্ন! জানুন এই কচি মকাইয়ের ৬টি গুণ

শীতকাল মানেই বেবিকর্নের মৌসুম! স্বাদে যেমন অনন্য, তেমনি উপকারিতাতেও ভরপুর। ওজন কমানো, হজমশক্তি বাড়ানো থেকে হার্ট ও চোখের যত্ন— বেবিকর্নে আছে বহু গুণ। জানুন বিস্তারিত উপকারিতা।

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।