গুগল ও স্যামসাং একসঙ্গে একটি নতুন স্মার্ট গ্লাস আনার পরিকল্পনা করেছে। কোরিয়ান সংবাদসংস্থা দাবি করেছে, এই দুই সংস্থা Android XR Smart Glasses লঞ্চ করতে চলেছে। এই স্মার্ট গ্লাসের ২০২৬ সালে বাজারে আসবে।
গুগল এরমধ্যেই এই গ্লাসের প্রোটোটাইপ দেখিয়েছে, যার মধ্যে লাইভ ট্রান্সলেশন, মেমোরি রিকল এবং উন্নত নেভিগেশন ক্যাপাবিলিটির মতো ফিচার আছে বলে জানা গেছে। Android XR স্মার্ট গ্লাসে লাইভ ট্রান্সলেশনের সুবিধা থাকবে, যা খুব সহজে দ্রুত যেকোনো ভাষা অনুবাদ করে দেবে। আবার মেমোরি রিকল ফিচারের মাধ্যমে সাম্প্রতিক ভিজ্যুয়াল ইনপুট পুনরায় দেখা যাবে। এছাড়া, এই গ্লাসে থাকবে উন্নত নেভিগেশন টুল, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে আরও সুবিধা প্রদান করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং স্মার্ট গ্লাসের ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিংয়ের দায়িত্বে থাকবে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

