Homeভ্রমণভ্রমণের খবরদিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, পর্যটনে নতুন দিগন্ত কি খুলবে? ৫৬ ভোগে দেবতার...

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, পর্যটনে নতুন দিগন্ত কি খুলবে? ৫৬ ভোগে দেবতার আরাধনা

প্রকাশিত

দিঘা: অবশেষে বহুল প্রতীক্ষিত জগন্নাথ মন্দির উদ্বোধন হল দিঘায়। মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হওয়া এই নতুন তীর্থস্থানে ভক্তদের ঢল নামতে শুরু করেছে। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের হুবহু অনুকরণে নির্মিত হয়েছে, আর এই মন্দিরকে ঘিরেই পর্যটনের নতুন দিগন্ত খুলতে চলেছে দিঘায়, এমনই আশা হোটেল মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের।

হোটেল কর্মী নন্দন মাইতির কথায়, “বৃহস্পতিবার থেকেই দিঘায় পর্যটকদের ভিড় বাড়বে বলে আমরা আশা করছি। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে চাইছেন।” পর্যটন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই মন্দিরকে রাজ্যের ধর্মীয় পর্যটন মানচিত্রে অন্তর্ভুক্ত করা হবে। বিদেশি পর্যটকদের জন্যও একে আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি রথযাত্রাকেও পর্যটন উৎসবে রূপ দিতে চাইছে রাজ্য সরকার।

বর্তমানে দিঘায় ভ্রমণে আসা পর্যটকরাও এই নতুন মন্দির ঘিরে উচ্ছ্বসিত। হুগলির রিষড়া থেকে আসা ব্যবসায়ী পলাশ মিত্র বলেন, “পুরী যাওয়া সবসময় সহজ হয় না, ট্রেনের টিকিট পাওয়া যায় না। কিন্তু দিঘায় রাস্তায় করেই সহজে আসা যায়। তাই এখানেই জগন্নাথদেবের দর্শন পেয়ে আনন্দে ভরে উঠেছে মন।”

উল্লেখ্য, দেশের আরও কিছু শহর—হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, অসমেও পুরী মন্দিরের অনুকরণে নির্মিত হয়েছে জগন্নাথ মন্দির। দিঘার নতুন মন্দিরে পুরী থেকে এসেছেন প্রধান পুরোহিত রাজেশ দৈতাপতি, যিনি উদ্বোধনের দিন দেবতার মহাস্নান ও প্রথাগত আচার সম্পন্ন করেন।

নবদ্বীপ থেকে আসা ভক্ত তপন দাস বলেন, “গত দু’দিন ধরে রাস্তায় অপেক্ষা করছি এক ঝলক জগন্নাথদেবকে দেখার জন্য। আমাদের গ্রাম থেকে আরও অনেকে আসবেন।”

একইসঙ্গে, স্থানীয় ই-রিকশাচালক টুটু দাস জানান, “গত দুইদিন ধরে পুলিশের কিছু বিধিনিষেধ থাকলেও যাত্রী সংখ্যা বেড়েছে। পাশের জেলা থেকেও বহু মানুষ মন্দির দেখতে আসছেন।”

জগন্নাথের রথ।ছবি: রাজীব বসু

মন্দির উদ্বোধনের দিন দেবতাকে নিবেদন করা হয় ৫৬ ভোগ। কী কী ছিল সেই ভোগে?

৫৬ ভোগের কিছু উপকরণ একনজরে:
ঘি ভাত, দুধভাত, দই, পান্তা ভাত, নারকেলের দুধে ভাত, শুকনো খিচুড়ি, করলা ভাজা, শাক ভাজা, লাবড়া, বেসর, নিমকি, আদার চাটনি, নারকেল নাড়ু, সুজি, বোঁদে, পুলি পিঠে, পদ্ম পিঠে, রাইস কেক, বড় কেক, মেন্ধা মুন্ডিয়া, মনোহর মিষ্টি, মিষ্টি লুচি, খাস্তা পুরি, কানজি, দলমা, মুড়ি, মিষ্টি, খোয়া ক্ষীর, কেক ইত্যাদি।

পর্যটনের অন্যতম কেন্দ্র দিঘা এবার তীর্থযাত্রারও নতুন ঠিকানা হয়ে উঠছে, এমনটাই মত পর্যবেক্ষকদের।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।