Homeখবরদেশসীমান্ত রাজ্যগুলোতে ৭ মে সিভিল ডিফেন্স মহড়া, কেন্দ্রের নির্দেশে প্রস্তুতি জোরদার

সীমান্ত রাজ্যগুলোতে ৭ মে সিভিল ডিফেন্স মহড়া, কেন্দ্রের নির্দেশে প্রস্তুতি জোরদার

প্রকাশিত

পাহালগামে ভয়াবহ জঙ্গি হামলার প্রেক্ষিতে সীমান্তে সতর্কতা তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আগামী ৭ মে সীমান্তবর্তী রাজ্যগুলিতে সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা মহড়া আয়োজিত হতে চলেছে। রাজস্থান, গুজরাট, পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে এই মহড়ার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, সরকারি সূত্রে এমনই খবর।

এই মহড়ার মূল উদ্দেশ্য হলো কোনও শত্রুপক্ষের আক্রমণের সময় সাধারণ মানুষ কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন, সেই প্রস্তুতি নিশ্চিত করা।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই মহড়ায় নিচের বিষয়গুলির ওপর বিশেষ জোর দেওয়া হবে—

  1. এয়ার রেইড ওয়ার্নিং সাইরেন চালু করা
  2. সাধারণ নাগরিক, স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ট্রেনিং— হঠাৎ আক্রমণের সময় কীভাবে সুরক্ষিত থাকা যায়
  3. ‘ক্র্যাশ ব্ল্যাক আউট’ ব্যবস্থার অনুশীলন— আলো নিভিয়ে শত্রুর নজর এড়ানোর পদ্ধতি
  4. জরুরি পরিকাঠামো ও কারখানাগুলিকে দ্রুত ক্যামোফ্লাজ করার কৌশল
  5. পুরনো ইভাকুয়েশন বা সরানো পরিকল্পনার হালনাগাদ এবং রিহার্সাল

প্রসঙ্গত, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহালগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে বেশিরভাগই দেশের অন্যান্য রাজ্যের বাসিন্দা। এই ঘটনার পর ভারত-পাক সীমান্তে উত্তেজনা চরমে।

এই প্রেক্ষিতেই সীমান্তের বাসিন্দা এবং পরিকাঠামো রক্ষায় সিভিল ডিফেন্সকে সক্রিয় করা হচ্ছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সরকারের তরফে বলা হয়েছে, সঠিক সময়েই মহড়া শুরু করে সাধারণ মানুষকে প্রস্তুত করাই এখন অগ্রাধিকার।

পড়ুন: ‘যুদ্ধ’ হলে ভারত সামলে নেবে, ধংসের মুখে পড়বে পাকিস্তানের অর্থনীতি, সতর্ক করল মুডিজ়

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...