Homeখবরকলকাতাবর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

প্রকাশিত

বর্ষার আগমনী বার্তা এবং রাজ্যে ফের করোনার হালকা উত্থানে সতর্ক কলকাতা পুরসভা। এই পরিস্থিতিতে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণের কথা জানাল পুরসভার স্বাস্থ্য বিভাগ। নাগরিকদের প্রতি জারি করা হল সতর্কবার্তা।

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৫৪টি নতুন কোভিড সংক্রমণ চিহ্নিত হয়েছে। বর্তমানে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৭৪৭

বর্ষার প্রাক্কালে বৃষ্টির মাত্রাও অনিয়মিত। পুরসভার তথ্য অনুযায়ী, গত বছর মে মাসে শহরে ৫০৪ মিলিমিটার বৃষ্টি হলেও, এবছর মে মাসে তা মাত্র ৭২.৮ মিলিমিটার। জুনের প্রথম সপ্তাহে গত বছর বৃষ্টিপাত ছিল ০ মিলিমিটার, এবছর সেই সংখ্যা ৪২.২ মিলিমিটার। এই অনিয়মিত আবহাওয়াই ডেঙ্গি ও ম্যালেরিয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

কী বলছেন পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা?
কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল শাখার প্রধান ডা. দেবাশিস বিশ্বাস জানান, “দেহে জ্বর বা সংক্রমণের উপসর্গ দেখা দিলেই ডেঙ্গি এবং ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা করাতে হবে। বাড়ির ভিতরে বা আশপাশে কোথাও ৭ দিনের বেশি জল জমতে দেওয়া চলবে না। নির্মীয়মাণ বাড়ি, গাছের টব—এইসব স্থানও পরিষ্কার রাখা আবশ্যিক।”

ডা. বিশ্বাস আরও জানান, গত বছরের তুলনায় শহরে ডেঙ্গির সংক্রমণ অনেকটাই কমেছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ৯১ শতাংশ কম ডেঙ্গির মামলা নথিভুক্ত হয়েছে। এই বছরও এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

নাগরিকদের জন্য নির্দেশিকা:

  • সপ্তাহে অন্তত একদিন বাড়ির ছাদ ও আশপাশ পরিষ্কার করুন
  • টব, ফ্রিজের ট্রে, পরিত্যক্ত পাত্রে জল জমতে দেবেন না
  • নির্মীয়মাণ বাড়ি বা ফাঁকা জায়গায় জমে থাকা জল নিষ্কাশন করুন
  • সন্দেহজনক জ্বর হলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করান

পুরসভার স্বাস্থ্য দফতর মনে করছে, সাধারণ মানুষ সচেতন হলে এবং পুরসভার উদ্যোগের সঙ্গে সহযোগিতা করলে বর্ষার মরশুমেও শহর ডেঙ্গি-মুক্ত রাখা সম্ভব।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।