Homeভ্রমণভ্রমণের খবরসোমবার থেকে বন্ধ জঙ্গলে পর্যটন, নজরদারিতে ড্রোন-বোট! বর্ষায় চোরাশিকার ও পাচার রুখতে...

সোমবার থেকে বন্ধ জঙ্গলে পর্যটন, নজরদারিতে ড্রোন-বোট! বর্ষায় চোরাশিকার ও পাচার রুখতে কড়া প্রস্তুতি বনদপ্তরের

প্রকাশিত

প্রজননের সময় যাতে বন্যপ্রাণীদের বিরক্ত না করা হয়, সেই কারণে সোমবার থেকে তিনমাসের জন্য বন্ধ হচ্ছে উত্তরবঙ্গের জঙ্গল পর্যটন। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এলিফ্যান্ট সাফারি ও জিপ সাফারি। তবে জঙ্গলের বাইরের ইকো কটেজে থাকতে পারবেন পর্যটকরা।

এই তিনমাসে বন্যপ্রাণীদের সুরক্ষা দিতে জোরদার ব্যবস্থা নিচ্ছে বনদপ্তর। চোরাশিকার এবং কাঠ পাচারের মোকাবিলায় জঙ্গল নজরদারিতে লাগানো হচ্ছে ড্রোন ও বোট। পাশাপাশি মনসুন ক্যাম্প থেকে টহল দেবে বনকর্মীরা।

জলদাপাড়া, গোরুমারা, মহানন্দা এবং বক্সা জঙ্গলে চালু হচ্ছে ড্রোন নজরদারি। উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি জানিয়েছেন, নদী ও ঝোরার দাপটে যাতে বন্যপ্রাণীরা ভেসে না যায়, সেজন্য তৈরি রাখা হচ্ছে বোট। জলদাপাড়ায় রাখা হয়েছে তিনটি বোট এবং গঠন করা হয়েছে বিশেষ উদ্ধারকারী টিম। মনসুন ক্যাম্প থেকেও পরিচালিত হবে টহল।

জানা গেছে, জলদাপাড়ায় ৩৩১টি একশৃঙ্গ গন্ডার, গোরুমারায় ৬১টি গন্ডার এবং বহু হাতির বসবাস। বর্ষাকালে পাহাড়ি ঝোরার স্রোতে বাচ্চা প্রাণীদের ভেসে যাওয়ার আশঙ্কা থাকে। অতীতে একাধিকবার হরিণ, গন্ডার ও হাতির শাবক ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। তাই এবার বর্ষার আগেই বাড়তি প্রস্তুতি নিচ্ছে বনদপ্তর।

অন্যদিকে, দুর্গাপুজোর আগেই ধূপঝোরায় এলিফ্যান্ট ট্যুরিজম হাব তৈরির কাজ শেষ করার তোড়জোড় শুরু হয়েছে। গোরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, ছ’টি কটেজ ইতিমধ্যেই সংস্কার করে সৌর আলোক ব্যবস্থায় সাজিয়ে তোলা হয়েছে। পর্যটকদের জন্য সেলফি জোন, হাতির স্নান দেখার সুযোগের মতো আকর্ষণও থাকছে সেখানে।

উল্লেখ্য, প্রতিবছর বর্ষার তিনমাস এই নিষেধাজ্ঞা জারি থাকে বন্যপ্রাণীর সুরক্ষায়। জঙ্গল বন্ধ থাকলেও পর্যটনের স্বার্থে বনদপ্তরের ইকো কটেজগুলি খোলা থাকবে, জানানো হয়েছে প্রশাসনের তরফে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।